বাজারগুলোতে বেড়েছে তেল ও ডালের দাম, সবজির দাম স্থির
মেহেদী হাসান
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
বাজারগুলোতে নিত্যপণ্যের দাম দিন দিন বেড়েই চলছে। তেল, সবজি, মাছ, মাংস বাজারের কোন কিছুই যেন স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে তেলের দাম লিটারে বেড়েছে ৫ থেকে ৭টাকা। ডাল প্রতি কেজিতে বেড়েছে ৫টাকা, পেয়াজের দাম কিছুটা কমেছে। স্থির রয়েছে সবজি ও মাছ,মাংসের দাম।
এ দিকে ক্রেতারা জানান, এখনও শীত কালীন সবজির দাম চড়া, আগে যেই দাম ছিল এখনও বাজারে সবজি সেই দামেই বিক্রি করছে।
গতকাল নারায়ণগঞ্জের পাইকারী দিগুবাবু বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ও ১ পাল্লা (৫ কেজি ) ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি আদা ৬০ টাকা কেজি ও চায়না আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , রসুন দেশিটা ৬০ টাকা কেজি ও চায়নাটা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ডাল প্রতি কেজিতে বেড়েছে ৫ টা, বাজারে মসরি ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১৫ টাকা। চিনি ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির ৫ লিটারের বোতল গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেড়েছে ২৫ থেকে ৩০টাকা। খোলা সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা লিটার/ কেজি।
সবজির বাজার ঘুরে দেখা যায়, সবধরণের শীতকালীন সবজি বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু দাম আগের মতই স্থির রয়েছে। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে ও ৫ কেজি (পাল্লা) ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, ফুল কপি প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা, পাতা কপি প্রতি পিস ২০ থেকে ৩০টাকায় বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৫০টাকা। কালো বেগুন লম্বা টা প্রতি কেজি ৫০ টাকা ও গোলটা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ঢ়েড়স ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কহি প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। উসতা প্রতি কেজি ৬০ টাকা, কেজি দরে , শসা ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, ইলিশ মাঝারি সাইজের বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি ও বড় সাইজের ইলিশ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , রুই প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাতলা কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, কৈ মাছ ১৮০ থেকে ২০০ টাকা কেজি, পাঙ্গাশ ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে দেখা যায় , গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬২০ টাকা দরে, খাসির মাংস ৯০০ টাকা কেজি , বকরীর মাংস প্রতি কেজি ৬২০ টাকা। এছাড়াও মুরগীর বাজারে বিক্রেতারা জানিয়েছেন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মুরগীর দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। বাজারে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা দরে। লেয়ার কক মুরগী প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা, লাল লেয়ার মুরগী প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা।