ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি
বন্দর প্রতিনিধি
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:১৮ এএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
বন্দরের মদনপুর বাসন্ট্যান্ডে জাহিন টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ডের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। প্রায় ৭ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হওয়া যানজটে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম র্দুভোগে পড়েন যাত্রী সাধারণ।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে জাহিন টেক্সটাইলে অগ্নিকান্ডের পর পরই ধীরে যানজট বিস্তৃতি লাভ করে।সন্ধ্যা সাড়ে ৬টায় ফেনী থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী আবুল কালম (৪৮) জানান, এক ঘন্টা ধরে যানজটে আটকে আছি। কখন যে এর থেকে মুক্তি পাবো জানি না।
শুনছি সামনে নাকি কারখানায় আগুন লাগছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, আগুনের কারণে একপাশে সড়ক বন্ধ আছে। এ কারণে দীর্ঘ যানজট। তবে ঠিক কত কিলোমিটার যানজট সেটা এখন বলা যাচ্ছে না। তবে ৬/৭ কিলোমিটার হতে পারে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্বাভাবিক করা যাচ্ছে না সড়ক। আমি নিজেও অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আছি।