বেড়েছে মশার উপদ্রব, যন্ত্রণায় নগরবাসী
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:২৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে। এতে করে মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ট হয়ে পরছে। তবে কর্তৃপক্ষের দাবী সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন টিম কাজ করছে। কিন্তু নগরবাসী তাতেও যেন সুফল পাচ্ছে না।
বিশেষ করে শহরের র্যালী বাগান, আপলাপাড়া, চাষাঢ়া, গলাচিপা, জামতলা, মাসদাইর, সিদ্ধিরগঞ্জ, এবং বন্দরসহ নাসিকের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেশি বলে জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। মশার উপদ্রব থেকে রক্ষা করতে নাগরিকদের সচেতন করে যাচ্ছে নাসিক। পাশাপাশি তারা মশক নিধনে কাজ করছেন।
এদিকে নগরবাসী জানিয়েছে, এই বছরের মে মাসে নাসিকের বিশেষ মশক নিধন টিমের মাধ্যমে মশার ঔষধ স্প্রে করেন। কিন্তু তা আগষ্ট মাস পর্যন্ত চলে। প্রায় দুই মাস যাবৎ তা দেয়া হচ্ছে না।
তাদের প্রতিদিন সকাল বিকেল সারা শহর ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষুধ দিতেন। যা এখন দিতে দেখা যায় না। প্রতিটি ওয়ার্ডে মশক নিধন টিম থাকলেও তা যেন কাজে আসছে না।
শহরের বাসিন্দা পলাশ বলেন, করোনার সময় নারায়গঞ্জ সিটি করপোরেশনের একটি টিমকে প্রতিদিন মশক নিধন ঔষধ দিতে দেখতাম কিন্তু তা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল তা জানি না। নাকি তারা বন্ধ করে দিছে এটা নাসিকের লোকজন বলতে পারবে। তবে তারা যখন মশক নিধন ঔষধ প্রতিদিন দিত তখন মশা কিছুটা কম লাগত। এখন অনেক বেড়ে গেছে।
র্যালীবাগানের ব্যবসায়ী আলমগীর বলেন, এই এলাকায় ড্রেন ময়লার স্তুপে অনেক মশা উৎপাদন হয়। মশার যন্ত্রণায় আমরা বসতে পারি না। এব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনের ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেন নাই।