সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজারে সবজির দাম চড়া

মেহেদী হাসান

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:০৭ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে বেড়েছে নিত্যপণের দাম। পতল, সবজি, মাছ, মাংস বাজারের কোন কিছুই যেন স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের। দিন যত যাচ্ছে ততই নিত্যপণের দাম বেড়েই চলছে। এতে দিশেহারা হচ্ছে সাধারণ মানুষ। এ দিকে সাধারণ ক্রেতারা জানান, এমনিতেই দেশে করোনা পরিস্থিতি। আমাদের আয়ের রোজগার কমেগেছে তার মাঝে আবার বাজারগুলোতেও নিত্যপণের দাম বৃদ্ধি পাচ্ছে।  

 

গতকাল নারায়ণগঞ্জের পাইকারী দিগুবাবু বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীত কালীন সবজির দামও বাজারে চড়া। শীতের অন্যতম সবজি হচ্ছে ফুলকপি, এ ফুলকপি বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০টাকা পিস যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২০ থেকে  ৩০ টাকা পিস। পাতাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০টাকা পিস, লাউ গত সপ্তাহে ৪০- ৫০ টাকা পিস বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০টাকা। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে ও ৫ কেজি (পাল্লা) ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

কাচাঁ পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসা ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে ও লেবু ১৫ থেকে ২০টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে স্থির রয়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ও ১ পাল্লা (৫ কেজি ) ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে ও ভারতের আমদানি করা পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি আদা ৬০ টাকা কেজি ও চায়না আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , রসুন দেশিটা ৬০ টাকা কেজি ও চায়নাটা ১২০  টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

 

কেজিতে ১০ টাকা করে কমেছে মুরগীর দাম। বাজারে ব্রয়লার মুরগী গত সপ্তাহে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। লেয়ার কক মুরগী ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, লাল লেয়ার মুরগী ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৬২০ টাকা কেজি দরে, খাসির মাংস ৯০০ টাকা কেজি , বকরীর মাংস ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

মাছের বাজার ঘুরে দেখা যায়,  ইলিশ মাঝারি সাইজের বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি ও বড় সাইজের ইলিশ ৭০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , রুই প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাতলা কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, কৈ মাছ ১৮০ থেকে ২০০ টাকা কেজি, পাঙ্গাশ ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল গত সপ্তাহ থেকে এই সপ্তাহে লিটারে ৩ থেকে ৪ টাকা বেড়েছে।