না’গঞ্জে করোনায় আক্রান্ত ৫৪
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৬:১০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রোববার
গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৩ জনের। এতে আক্রান্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৯ হাজার ৫৬৯ জন। সুস্থ হয়েছে ২৭ হাজার ২৭৯ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৩৭ জনের।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৯ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২০১ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৩৩ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭৭ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৯ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২১ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮ জন।