সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এলপি গ্যাস, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জো

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:৩২ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

এলপি গ্যাস, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। বাম জোটের সমন্বয়ক ও বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওর্য়াকাস পার্টির সভাপতি মাহমুদ হোসেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী ওর্য়াকাস পার্টির নেতা শহিদুল আলম নান্নু, সিপিবির নেতা ইকবাল হোসেন প্রমুখ।


নেতৃবৃন্দ বলেন, সরকারের অপশাসনে জনজীবন বিপর্যস্ত। দফায় দফায় জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। এবার বাড়িয়েছে এলপি গ্যাসের দাম। রান্নার কাজে ব্যবহৃত এই এলপি গ্যাস জানুয়ারি মাসের মূল্যের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। অর্থাৎ বাড়তি ৬২ টাকা গুনতে হচ্ছে গ্রাহককে। এর আগে পেট্রোবাংলা বাসা বাড়িতে দুই চুলা গ্যাসের দাম ৯৭৫ টাকা বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা ও এক চুলার দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।

 

একদিকে বহু বাসা বাড়িতে গ্যাসের সংকটে দিনের বেলা রান্না করতে পারছে না এবং রান্নার কাজে দ্বিগুন খরচ হচ্ছে; আরেকদিকে দাম বৃদ্ধি গ্রাহকদের সমস্যায় ফেলেছে। বিনা ভোটের সরকার জনগন নিয়ে চিন্তা করার সময় নেই। নেতৃবৃন্দ আরো বলেন, চাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। নিম্নআয়ের মানুষদের খাবারের পরিমান কমিয়ে দিতে হচ্ছে। গতকাল বাণিজ্য মন্ত্রনালয় সয়াবিন তেল লিটার প্রতি ৮ টাকা বাড়িয়েছে। চালের কোন সংকট না হলেও চালের দাম বেড়েই চলছে।

 

টিসিবির ট্রাকসেলের সামনে এখন শ্রমজীবীদের সাথে সাথে নিম্ন মধ্যবিত্তরা লাইনে দাড়াচ্ছে। বর্তমান গণবিরোধী সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। ভোক্তাদের অভিযোগ আমলে না নিয়ে বারবার দাম বাড়ানো হচ্ছে। নেতৃবৃন্দ বর্তমান মূলবৃদ্ধির সরকারের বিরুদ্ধে রাজপথের সংগ্রামে নামার জন্য জনগনের প্রতি আহ্বান জানান।