সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমি দখল করে রাস্তাবন্ধ ও বালু ভরাটের অভিযোগে মানববন্ধন স্মারকলিপি

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

বন্দর উপজেলায় প্রাণনাশের হুমকি, উচ্ছেদ, জমিতে প্রবেশে বাঁধা, গাছ কেটে ফেলা, যাতায়াতের রাস্তায় দেয়াল দিয়ে রাস্তা বন্ধ ও জোরপূর্ব বালু ভরাটের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ভূক্তভোগীরা।

 

গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে রাজ গ্রুপ স্বত্ত্বাধিকারী আনোয়ার গং কর্তৃক বাহিনীর অত্যাচার থেকে বাচাঁর জন্য প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

 

মানববন্ধনে জমি মালিকদের পক্ষে রাশিদা আক্তার বলেন, বন্দর ৩৯নং সাতেঙ্গা মৌজাস্থিত ১৫০ শতাংশ জায়গায় আমরা ভূমিহীন, অসহায় ১৫/২০টি দরিদ্র পরিবার দীর্ঘ ২৫ বৎসর যাবত ভোগ-দখল করে আসছি। কিন্তু ভূমিদস্যু আনোয়ার গং (রাজ গ্রুপ মালিক) বাহিনী প্রায় ৪ (চার) বৎসর যাবত আমাদের ১৫/২০টি পরিবারের লোকজনকে উচ্ছেদ করার জন্য নানাভাবে সন্ত্রাসী কায়দায় জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

উক্ত রাজ গ্রুপ থেকে বিভিন্ন সময় আমাদেরকে ভয়-ভীতি, গুম-খুন ও প্রাণ নাশের হুমকি প্রদান করে বর্তমানে আমাদের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে কিছু জমিতে জোড়পূর্বক বালু ভরাট করে। আস্তে আস্তে আমাদের বসবাসের জায়গা দখল করার চেষ্টা করছে।

 

এ ব্যাপারে প্রথমে বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান ও স্থানীয় মেম্বারকে অবহিত করিলে তাহারা কোন সুরাহা করে দেয়নি, এমনকি কোন উত্তরও দেননি। বিষয়টি সম্পর্কে স্থানীয় বন্দর থানায় অভিযোগ করেও আমাদের সহযোগিতা করেনি। বর্তমানে সেখানে ২/৩টি পরিবার অত্যন্ত ভয়-ভীতি ও হুমকির মধ্যে বসবাস করছেন।

 

কোন উপায়অন্ত না পাইয়া আমরা আজ মানববন্ধন ও প্রধানমন্ত্রী কাছে নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করলাম। সরকার আমাদের চলাচলের রাস্তা উন্মুক্ত ও ক্ষতিগ্রস্থ জমির পরিবারবর্গ যেন উক্ত ভূমিদস্যু রাজ গ্রুপের হাত হইতে রক্ষা পাওয়ার দাবি জানাচ্ছি।