সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাইনবোর্ডে ইজিবাইক চালকদের বিক্ষোভ

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার

মহাসড়কে থ্রি-হুইলার,অটোবাইক,অটোরিক্সা চলাচলে কঠোর ভাবে বন্ধে হাইকোর্টের নির্দেশ। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মোড়ে ইজিবাইক চালকরা বিক্ষোভ করে। বুধবার (৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জে পাসপোর্ট আফিস থেকে শুরু করে সাইনবোর্ড মোড়ে এসে ইজিবাইক চালকরা বিভোক্ষ করে।

 

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে চলাচলকারী অটোরিক্সা বন্ধের নির্দেশ দেন। মহাসড়কে লাইসেন্সবিহীন ইজিবাইক,অটোবাইকসহ অবৈধ যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়ক ও সড়কে লাইসেন্স বিহীন ইজিবাইক, অটোবাইকসহ অবৈধ যানবাহন চলাচলের কারেণ ক্রমেই বাড়ছে সড়ক দুর্ঘটনা।

 

মহাসড়ক যাতে করে ইজিবাইক চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ কঠোর ভাবে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন্ সময় ইজিবাইক বন্ধে কঠোর পদক্ষেপ নিয়ে থাকে। ইজিবাইক নিয়ন্ত্রনে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত মামলা ও ডাপিং করে থাকে।


উল্লেখ্য যে,সারাদেশে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের জন্য নির্দেশ হাইকোর্ট। এছাড়াও এই সকল ইজিবাইক বা থ্রি-হুইলার আমদানি এবং বেচাকেনাও নিষিদ্ধ করা হয়ছে। বর্তমানে দেশে প্রায় ৪০ লাক্ষের কাছাকাছি ইজিবাইক রয়ছে। তবে এসব ইজিবাইকের নেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন। মহাসড়কে চলাচলের জন্য তো নিরাপদ নয়ই,মানুষের স্ব্যাস্থ্যের জন্যও ক্ষতিকারক এইসব ব্যাটারিচালিত ইজিবাইক। ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ করা হয়।

 

এসিড ব্যাটারিচালিত এই যানগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এই ইজিবাইকের বিদ্যুৎ খাতে থেকে সরকার কোন রাজস্ব পাচ্ছে না। এ বিষয়ে ইইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ মশিউর আলম বলেন, আমারা ইজিবাইক বন্ধে বিভিন্ন্ রাস্তার মোড়ে হাইকোর্টের নির্দেশনা মূলক সর্তকথার সাইনবোর্ড লাগানো হয়ছে।

 

তারপরেও বিভিন্ন্ সময় ইজিবাইক বন্ধে মাইকিং করা হয়ে থাকে। মহাসড়কে থ্রি-হুইলার ও সিএনসি চলাচল বন্ধে মহামান্য হাইকোর্টেও নির্দেশনা বাস্তবায়নে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। মহাসড়কে থ্রি-হুইলার ও সিএনসি পেলে আটক করে প্রতিদিন মামলা দেওয়া হচ্ছে।