সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্দর খেয়া ঘাটে দুর্ঘটনা রোধে দ্বারে দ্বারে ধর্ণা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার

নারায়ণগঞ্জে বন্দর খেয়াঘাটে নদী পারাপারে দূর্ঘটনা রোধে সু-ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে গত দুই বছরে ধরে জনপ্রতিনিধিদের আর প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন বন্দরের মো. শহীদ উল্লাহ মিয়া। তিনি বন্দরের সকল ওয়ার্ডের কাউন্সিলর এবং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষর সংগ্রহ করে নদীতে দূর্ঘটনা রোধ করার আবেদন নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

 কিন্তু দুঃখজনক হলেও সত্য হলো জনগণের স্বার্থে তার এই আন্তরিক প্রচেষ্টাকে কেউ পাত্তা দিচ্ছেন না বলে তিনি জানান। তিনি বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের দুই পারে দুটি সিড়িযুক্ত পল্টুন যুক্ত করার দাবি জানিয়ে আসছেন। এছাড়া খেয়া পারাপারে যে চরম বিশৃঙ্খলার কারণ, এই খেয়া ঘাট দিয়ে প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ পারাপার হয়ে থাকেন। 

 

এদের অধিকাংশই নারী, শিশু, স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং গার্মেন্টসের মহিলা শ্রমিক। এতে প্রতি বছর দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ প্রান হারাচ্ছে। কারন খেয়া ঘাটে পল্টুন না থাকার পাশাপাশি নদীতেও বিশৃঙ্খলা বিরাজ করছে। নদী পারাপারে নৌকার মাঝিরা সিন্ডিক্যাট করে অধিক হারে যাত্রী তুলছে এবং বিশৃঙ্খল ভাবে নৌকা চালাচ্ছে। এতে মাঝ নদীতে গিয়ে সহজেই অনেক নৌকা ডুবে যাচ্ছে। 

 

এছাড়া বড় বড় কার্গো জাহাজ এবং বালুর বাল্কহেডগুলি বেপরোয়া ভাবে চলাচল করছে। যার ফলে দূর্ঘটনায় প্রান হারাচ্ছে বহু মানুষ। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচিৎ অবিলম্বে গুরুত্বপূর্ণ এই খেয়াঘাটটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আর এই দাবি নিয়ে মো: শহীদ উল্লাহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার,

 

 বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পল্টুন বিভাগের ম্যানেজার শাহজাহান, চীফ ইঞ্জিনিয়ার মাঈদুল ইসলাম (জেটি বিভাগ), চীফ ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম (পল্টুন বিভাগ), ইঞ্জিনিয়ার আবদুস সালাম এবং বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের কাছে বার বার ধর্না দিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান, তার এই প্রচেষ্ঠাকালীন তিনজন জেলা প্রশাসক নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন। 

 

তিনি তিনজনের কাছেই বার বার গিয়েছেন। এরা হলেন জসিম উদ্দিন, মোস্তাইন বিল্লাহ এবং মঞ্জুরুল ইসলাম। তারা সকলেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। ফলে এই ঘাটে মানুষ নিহত এবং আহত হওয়া অব্যাহত রয়েছে। 

 

এতে প্রতিয়মান হয় সরকারী কর্মকর্তারা মোটেও নিষ্ঠার সহিত তাদের দায়িত্ব পালন করছেন না। যদি করতেন তাহলে তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেন না। তাই তিনি অবিলম্বে এই সমস্যা সমাধান করার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।এসএম/জেসি