সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পার্কিং সংকটে যানজটের কবলে নগরবাসী

মেহেরীন জারা

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

 

# নাসিক ও  রাজউককে এব্যাপারে তাগিদ দেওয়া উচিৎ : খন্দকার শাহআলম
# প্রশাসনের কার্যক্রম ক্ষমতা অনেক কম : এড. মাসুম


যানজট নারায়ণগঞ্জবাসীর একটি দৈনন্দিন সমস্যায় পরিণত হয়েছে। ধীরে ধীরে নগরবাসীর ভোগান্তির অন্যতম একটি ব্যাধিতেও পরিণত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিলেও এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাচ্ছে না নগরবাসী। নগরীর সড়কে প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে ট্রাফিক আইন। এছাড়াও মোটরসাইকেল, ইজিবাইক ব্যাটারি চালিত রিকশা ও প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি) যত্রতত্র পার্কিংয়ের কারণে বিপাকে পড়ছে পথচারীরা।

 

এছাড়াও চাষাড়া মোড়, ২ নং রেলগেটসহ বঙ্গবন্ধু সড়কের একাধিক স্থানে ইচ্ছেমতো গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করানো হয়। শহরের বেশিরভাগ মার্কেটেই কোন পার্কিং ব্যবস্থা না থাকায় এখানে নিয়ে আসা যানবাহনগুলোর চালকরা যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখে। একই কারণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে দেখা যায় বিভিন্ন ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের মোটর সাইকেল সারিবদ্ধভাবে পার্কিং করা। রাস্তার পাশের এসব অবৈধ পার্কিং এক অসহনীয় পরিবেশ সৃষ্টি করে যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি করেছে। সড়কের বিভিন্ন এলাকা দখল করে অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, এসব অবৈধ পার্কিং দেখার কেউ নেই। চালকদের খামখেয়ালিপনা ও মার্কেটগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন কারণে শহরের এসব যানযটের সৃষ্টি হচ্ছে।


 
এ বিষয়ে পুলিশের ভাষ্য, আইন অনুযায়ী তারা জরিমানা করতে পারেন না। শুধু রেকার দিয়ে থানায় নিয়ে যেতে পারেন। এছাড়া তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া যায় না। ফলে অবৈধভাবে পার্কিং করা গাড়ি সরানো তাদের জন্য কঠিন। অভিযান চালানোর পর এগুলো দিন কয়েক ঠিক থাকে। তার পরেই আবার ফিরে আসে আগের হালে। এতে করে কমানো যাচ্ছে না শহরের যানজট।


 
এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম জানান, শহরের যে পুরানো ভবনগুলো আছে সেগুলো করার সময় এই পাকির্ংয়ের বিষয়টি নির্মাতারা তেমন একটা গুরুত্ব দেননি। যার ফলে আমাদের বিভিন্ন সমস্যায় ভূগতে হচ্ছে। এখন এই পার্কিংয়ের জন্য আমাদের নারায়ণগঞ্জ এর বাসিন্দাদেরও কিছু কর্তব্য আছে। এই পার্কিংয়ের জন্য একটি ব্যবস্থা করতে হবে। কারণ সড়কে যত্রতত্র এভাবে গাড়ি রাখলে তাতে মানুষের চলাচলসহ যানজটের সমস্যা হয়। 

 

তিনি আরো বলেন, এই বিষয়টি স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষসহ বাড়ির মালিকদের বলতে হবে, তারা যেন গাড়ি পার্কিংয়ের বিষয়টি মাথায় রাখে। তবে এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম ক্ষমতা অনেক কম বলে জানান তিনি। এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সাস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, এই সমস্যাটা সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই ব্যবস্থা নিতে হবে।


 
এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম বলেন, এই সবকিছু দেখার বিষয় হচ্ছে সিটি কর্পোরেশনের। এ ব্যাপারে আমি কি ব্যবস্থা করবো। এখন মালিক বহুতল ভবন করবে, বাড়িতে মেহমান আসবে, গাড়ি রাস্তার উপর রেখে দিবে এ কারণে রাস্তায় জ্যামের সৃষ্টি হবে। এগুলো দেখার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের এবং রাজউকের। প্রধান শহড়ে দুই একটা বাড়ির নিচ ছাড়া অন্য কোনো বাড়ির নিচে পার্কিংয়ের ব্যবস্থা নেই, এটা রাজউকের উদাসীনতা। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য সিটি কর্পোরেশন ও রাজউকের উচিৎ বাড়ির মালিকদের তাগিদ দেওয়া।এমই/জেসি