সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাউন্টার ছাড়া গাড়ি থামিয়ে যাত্রী তোলে বন্ধন

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার

শহরের ২নং রেলগেট এলাকায় ফজর আলী ট্রেড সেন্টারের সামনের লেনে কোন কাউন্টার ছাড়াই সড়কের উপর গাড়ি থামিয়ে যাত্রী তুলছে বন্ধন পরিবহন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সিটিং সার্ভিস পরিবহনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি টিকিট কাউন্টার ব্যতীত যাত্রী উঠানোর কোন নিয়ম নেই। 

 

অথচ পুলিশ বক্সের সামনেই কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়ক দখল করে ডেকে ডেকে যাত্রী তুলে গাড়ির হেলপার। ফলে সৃষ্টি হয় যানজট। মঙ্গলবার (৫ জুলাই) সকালে চোখে পড়ে সড়কের এমন চিত্র। সরেজমিনে দেখা যায়, ‘২ নং রেল গেইট সংলগ্ন ফজর আলী ট্রেড সেন্টারের সামনের সড়কে উৎসব বাস থামিয়ে হেলপাররা ডেকে ডেকে যাত্রী তুলছে। 

 

এ সময় কোন ট্রাফিক সিগনাল ছিলনা। আর ট্রাফিকের এক পুলিশ কর্মকর্তাকে বাসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় উৎসব বাসের এক হেলপার যাত্রী ভেবে প্রতিবেদককে বাসে উঠার কথা জিজ্ঞাসা করে।

 

এক প্রশ্নের জবাবে ওই হেলপার বলে, এখানে টিকিট কাটা হয়না, চাষাঢ়া থেকে কাটতে হবে। ট্রাফিক পুলিশ ডিসটার্ব করে তো তাই এখানে টিকিট কাটা হয়না। এখানে শুধু যাত্রী তুলি। গুলিস্তান গেলে বাসে উঠেন।

 

কিন্তু কাউন্টার বাস সার্ভিসের নিয়ম অনুযায়ী, ‘টিকিট কাউন্টার ছাড়া যাত্রী উঠানোর কোন নিয়ম নেই। অথচ সেই নিয়মের কোন তোয়াক্কা করছেনা এই পরিবহন কর্তৃপক্ষ। এর আগে কয়েক মাস পূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী সশরীরে গিয়ে ২ নং এলাকার বাসের টিকিট কাউন্টার সরিয়ে দেয়। 

 

বাস কাউন্টার বসানোর ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন তিনি। অথচ কয়েক মাসের ব্যবধানে আবারও সেই আগের চিত্র দেখা যাচ্ছে। তবে বেশ কৌশল অবলম্বন করে টিকিট ছাড়া যাত্রী তুলছে। যাতে করে দৃশ্যমান কোন ঝামেলা পোহাতে না হয়। নির্দিষ্ট সূত্র বলছে, ২ নং রেল গেইট থেকে উঠানো যাত্রী চাষাঢ়া টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে অবশ্যই মালিক পক্ষের পকেটে ঢুকবে। 

 

এতে গাড়ির চালক ও হেলপারের কোন বাড়তি সুবিধা নেই। তাহলে কেন মাঝ রাস্তা থেকে টিকিট বিহীন যাত্রী তুলছে চালক-হেলপার? এই প্রশ্নের উত্তরে মালিক পক্ষের যোগসাজসের বিষয়টি বেশ স্পষ্ট।

 

এ ব্যাপারে বন্ধন পরিবহনের চেয়ারম্যান জুয়েল হোসেন বলেন, শহরের দুই নং রেল গেইট এলাকায় আমাদের কোন কাউন্টার নেই। তবে অফিস আওয়ারে যাত্রীদের অনেক যাত্রী সেখানে দারিয়ে থাকে এবং হাত দেখিয়ে ইশারা করে। সে ক্ষেত্রে তাদের দুর্ভোগের কথা চিন্তা করে ড্রাইভার হেলপাররা যাত্রীদের গাড়িতে তোলে। ওই যাত্রীরা চাষাঢ়া কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবে।


শহরের ২ নং এলাকায় বাস থামিয়ে ডেকে ডেকে যাত্রী উঠানোর নিয়ম আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরুপ কোন নির্দেশনা নেই। তবে ইতিমধ্যেইে এই বিষয়ে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। অতি দ্রুতই ব্যবস্থা নেয়া হবে ।এসএম/জেসি