সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাষাড়ায় রেলক্রসিং ঘিরে ইউটার্ন

ইফতি মাহমুদ

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

 

# দুর্ঘটনার আশংঙ্কা
# দেখার কেউ নেই, নিকটে অবৈধ স্ট্যান্ড

 

নারায়ণগঞ্জ জেলা হল রাজধানী ঢাকার সবচেয়ে নিকটতম এলাকা। নারায়ণগঞ্জ হতে ঢাকায় যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হল ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে দূরত্ব হল প্রায় ১৯ কিলোমিটার। এই রেলপথে মোট ১৮টি লেভেলক্রসিং রয়েছে। লেভেলক্রসিং এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ লেভেলক্রসিং হল চাষাড়া রেলগেইট সংলগ্ন, মহিলা কলজের ঠিক পাশেই যে লেভেল ক্রসিয়িং রয়েছে। কিন্তু সে লেভেল ক্রসিংটিকে এখন ইউটার্নে পরিণত করেছে নগরের অবৈধ পরিবহন চালকরা। যার কারণে প্রতিদিনই এই ক্রসিং থেকে শুরু করে চাষাড়ার গোল চত্বর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। শুধু যানযটই নয় যার ফলাফল হতে পারে বড় ধরনের দুর্ঘটনার মত ঘটনা।


 সরেজমিনে গিয়ে দেখা যায়, এই লেভেলক্রসিংটি গিরে দুই পাশেই এখন অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। মহিলা কলেজের গেইট সংলগ্ন, লেভেল ক্রসিংটি দখল করে অটো স্ট্যান্ড গড়ে তুলে এখানে যাত্রীও উঠানো হচ্ছে। রেললাইন মসজিদ সংলগ্ন, লেভেল ক্রসিং থেকে শুরু করে চাষাড়া মোড় পর্যন্ত অবৈধ পিক-আপ স্ট্যান্ড গড়ে তুলেছে। মহিলা কলেজের গেইট থেকে একটু পিছনে আল-জয়নাল মার্কেট সংলগ্ন অবৈধ সিএনজি স্ট্যান্ড। এই লেভেলক্রসিংটির আশেপাশে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডের গাড়িগুলো ক্রসিং এর উপর দিয়ে সরাসরি ইউটার্ন নিচ্ছে।


 
লক্ষ্য করা যায়, পঞ্চবটি থেকে ছেড়ে আসা অটো, সিএনজি গুলো ক্রসিং এর উপর দিয়ে সরাসরি ইউটার্ন নিচ্ছে এবং সাইনবোর্ড থেকে ছেড়ে আসা পিক-আপ গুলো এই ক্রসিং এর উপর দিয়ে সরাসরি ইউটার্ন নিয়ে লেভেল ক্রসিংর ঠিক সামনেই পার্কিং করছে।


 
আরও দেখা যায়, ট্রেন আসার শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যায় চাষাড়া রেলগেইট সংলগ্ন লেভেলক্রসিং দুইপাশে থাকা পরিবহনগুলো রেললাইন থেকে সরছে না। তারা তাদের মত রেললাইনের উপর দিয়ে ইউটার্ন নিতে ব্যস্ত। দূরে থাকা ট্রেনের হুইসেল শুনেও সতর্ক হচ্ছে না পরিবহন চালকরা। এসব চালকদের অসাবধাণতার কারণে বড় ধরনের দুর্ঘটনা বয়ে আনতে পারে নগরবাসীর জন্য।


 
আরও দেখা যায়, রেললাইনের দুই পাশেই গড়ে উঠেছে অবৈধ বিভিন্ন দোকান হকার গড়ে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন রেললাইন ঘেঁষে গড়ে উঠা ব্যবসায়ীরা। যার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীরা।


 
নারায়াণগঞ্জ জেলায় লেভেলক্রসিং এর উপর দুর্ঘটনার কথা পযলোচনা করলে দেখা যায়, গত বছরের (২৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেট এলাকায় আনন্দ পরিবহনের একটি বাসের উপরে ট্রেনের ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই নিহত হন দুইজন। আহত হন শিশুসহ আরও আটজন। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায়  ৪ জনে।


 
শহরের এক বাসিন্দা জানান, এইভাবে  ক্রসিং এর উপর দিয়ে যত্রতত্র পরিবহন  ইউটার্ন নেয়ার কারণে যানজট সৃষ্টি হচ্ছে আর এই যানযটের প্রভাব পড়ছে পুরো চাষাড়া এলাকাজুড়ে। তিনি আরও বলেন শুধু যানযটই নয় এর কারণে ঘটতে পারে দুর্ঘটনা।


 
এ ব্যাপারে জাহেদ পারভেজ চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক) জানান, এই ইস্যুটা আমাদের ইস্যু নয়। তিনি রোডস এন্ড হাইওয়ের সাথে এ ব্যাপারে কথা বলতে পরামর্শ দেন। এই ইস্যুতে যানজট সৃষ্টি ব্যাপারে তিনি বলেন, ছোট রাস্তা গাড়ি বেশী যার কারণে যানজট সৃষ্টি হয়।এমই/জেসি