জমকালো বিলবোর্ডে বিদ্যুৎ অপচয়
লিমন দেওয়ান
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার
# রাত ৮টায় মার্কেট বন্ধ হলেও সারারাত সচল থাকে এসব বিলবোর্ড
বিদ্যুৎ সাশ্রয়ে দেশে নানাবিধি নিষেধাজ্ঞা আরোপ করছে সরকার। জেলার বিদ্যুৎ ঘাটতির অন্যতম কারণ হিসেবে রয়েছে লাইটিং বিল বোর্ড। এই বিল বোর্ডগুলো জেলার সব জায়গায় চোখে পড়ে। কেননা এই বিল বোর্ড জ্বালিয়ে রাখা হয় সারা রাত এতে সারা জেলায় অনেক পরিমানে বিদ্যুৎ ব্যবহৃত হয়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় নিদিষ্ট কিছু সময় বিদ্যুৎ থাকে না। আবার নিয়ম অনুযায়ী যতুটুকু সময় বিদ্যুৎ না থাকার কথা ছিল তার থেকে বেশি সময় বিদ্যুৎ থাকে না। তাছাড়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটগুলো রাত ৮ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা এসেছে।
এই ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে ও বন্ধ হয় না সেই প্রতিষ্ঠানগুলোর প্রচারকৃত লাইটিং বিলবোর্ড। যদি মাকের্ট ও বাসাবাড়ির বিদ্যুৎ কিছুটা সময়ের জন্য বন্ধ রেখে বিদ্যুৎ ঘাটতির সমস্যা দূর করা যায়। তাহলে রাতের বেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লাইটিং বিল বোর্ডগুলো বন্ধ রাখলে আরো বেশি বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। শহরের অনেক বিদ্যুৎ নষ্ট করছে এই লাইটিং বিল বোর্ডগুলো রাতে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ থাকলে ও বন্ধ হয় না এই লাইটিং বিলবোর্ডগুলো। শহরে অনেক রেস্টুরেন্ট, ব্যাংক, মার্কেট, ডায়াগস্টিক সেন্টারসহ বিভিন্ন জায়গায় বিলবোর্ডগুলো জ্বালিয়ে রাখা হয় সারা রাত। যদি এই বিলবোর্ডগুলো এমনভাবে জ্বালিয়ে রাখা হয়। তাহলে দেশে বিদ্যুৎ ঘাটতি আরো বেশি বাড়তে পারে। এখন দেশে প্রচুর পরিমানে বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজন তা না হলে দেশের জনগণ অনেক সমস্যার সম্মূখীন হতে পারে। এতে করে দেশের অনেক প্রকারের ক্ষতি ও হতে পারে। এই বিলবোর্ডসহ বিভিন্ন ছোট ছোট জিনিস ও রয়েছে যা এক সাথে করলে অনেক বড় অংক হয়ে দাড়াবে। এই বিষয়গুলো বিদ্যুৎ ঘাটতির অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শহরে বিভিন্ন রেস্টুরেন্টের জিমকালো বিলবোর্ড ও বিভিন্ন শোরুমের জমকালো লাইট মোবাইলফোনের শোরুমের বড় বড় এলিডি ও রাস্তার মাঝে বড় এলিডি স্কিন যা সারাক্ষন চলে বিদ্যুৎ অপচয় করে। এই সকল জিনিস দেখভাল করার মতো কেউ নেই।
এ বিষয়ে এক পথচারী বলেন, সরকার বিদ্যুৎ সাশ্রয়ে অনেক কঠোর নির্দেশনা থাকলে ও মানছেন না কেউ তারা তাদের মতো করে বিদ্যুৎ অপচয় করে চলছে। তারা দেশের বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে ভাবছে না। তারা শহরের এই লাইটিং বিল বোর্ডগুলো জ্বালিয়ে রাখে সারারাত। এখন বিদ্যুতের এই সমস্যাগুলোর ব্যাপারে তারা ভাবছে না। এই বিল বোর্ডগুলো অনেক বিদ্যুৎ অপচয় করে থাকে। এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। আমরা বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যার সম্মূখীন উপভোগ করছি।এমই/জেসি