সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাইকপাড়া এলাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার

মেহেরীন জারা

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার

নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ওয়াসার পানি সরবরাহ করলেও তা দুর্গন্ধের কারণে ব্যবহার করা যাচ্ছে না। মানুষ বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে চাপকলের পানি দিয়ে দৈনন্দিন কাজ সারছে। দুই-তিন সপ্তাহ ধরে এ সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। 

 

অনেক এলাকায় রান্না, ধোয়ামোছাসহ জরুরি কাজও ঠিকঠাকভাবে হচ্ছে না।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পানি সরবরাহে পানির পাম্প স্থাপন করেছেন যাতে মানুষ বিশুদ্ধ পানি পায়। পাইকপাড়া ছোট কবরস্থান এলাকাতে কিছু সংখ্যক মানুষ পানি পেলে এখনও প্রায় অধিকাংশ বাড়িতেই পানির সংকটে ভুগছে।


সরেজমিনে ঘুরে দেখা গেছে, গ্রাহকের বাড়ির কলে পানি আসছে না। রাস্তায় কলের সামনে পাত্র রেখে পানির জন্য অপেক্ষা করছেন এলাকাবাসী। ১৭ নং ওয়ার্ডের এক বাসিন্দা ডালিম মিয়া জানান, পানির এত সংকট যে অযুর পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যাদের ভিতরে বাড়িঘর তারা আরও বেশি কষ্ট করছে পানির জন্য। ছোট কবরস্তান এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক গৃহস্থালি জানায়,এক মাস ধরে পানি নেই। পানির অভাবে গৃহস্থালির কাজকর্মে ব্যাঘাত হচ্ছে। বিশেষ করে যারা বৃদ্ধ তারা দূর থেকে পানি আনা নেওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ছেন।

 

এ সমস্যার বিষয়ে সিটি কর্পোরেশনের ওয়াসা দায়িত্বরত কর্মকর্তা মো. মামুন বলেন, আমরা যে ট্রাকটি দিয়ে পাইকপাড়া এলাকাতে পানি সরবরাহ করি সেগুলো ছোট গলিগুলোতে নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন,আমরা চেষ্টা করছি এই এলাকার সমস্যাটি দ্রুত সমাধান করার।

 

অভিযোগ রয়েছে, পানিতে দুর্গন্ধসহ ময়লাও পেয়েছেন অনেকে। পানির জন্য গেলো প্রায় এক মাস ধরে সঙ্কট পোহাচ্ছেন পাইকপাড়ার বৃদ্ধা রহিমা বেগম। এই বয়সে পানি টানতে টানতে তার শরীর আর সইছে না। এলাকাবাসীর দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করুক ওয়াসা।এসএম/জেসি