সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লোডশেডিংয়ের কারণে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে শিক্ষার্থীরা

লিমন দেওয়ান

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৪ জুলাই ২০২২ রোববার

 

জেলায় বিদ্যুৎ সংকটে ভূগছে জনগণ। এই বিদ্যুৎ সংকটের কারণে সংকটের কারণে নিয়মিত লোডশেডিং হচ্ছে জেলাজুড়ে। এই লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় বড় ধরনের ব্যাঘাত ঘটছে। তার মাঝ আবার তীব্র গরমের মধ্যে ক্লাসে বা রাতে বাসায় বিদ্যুৎ চলে গেলে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে। শিক্ষার অনেক বড় ক্ষতি হচ্ছে। বিভিন্ন এলাকায় নিয়মিত হচ্ছে এই লোডশেডিং এর সমস্যা এতে করে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযাগী হতে পারছে না। আবার পড়েছে ব্যাপসা গরম। আবার তার সাথে দিনে দুই থেকে তিন বার লোডশেডিংয়ের সমস্যাতো থাকেই।


 
এ বিষয়ে এক শিক্ষার্থী হাবিব জানান, প্রতিদিনই দিনে, রাতে, সন্ধ্যায় লোডশেডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। এতে করে আমরা পড়াশোনা করতে পারছি না। আর বিদ্যুৎ চলে গেলে আমাদের আর পড়াশোনায় মনোযোগ বসে না। এত করে আমাদের অনেক সমস্যা হতে হচ্ছে। আবার চলছে প্রচুন্ড গরম এই গরমে তো ফ্যান ছাড়া থাকা অসম্ভব আবার যদি এর মধ্যে বিদ্যুৎ না থাকে তাহলে তো আগুনে থাকতে হয়।


এ বিষয়ে আরেক শিক্ষার্থী মশিউর জানান, দেশে যে পরিমাণে লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে। এতে করে আমরা কোন কাজ ঠিকমতো করতে পারছি না। আমাদের পড়াশোনায় ব্যাগাত গঠছে। এতে আমরা আমরা অনেক নিরুপায় আমরা এই লোডশেডিং এর সমস্যা থেকে মুক্তি চাই। আর আমরা সচেতন হলে আমি মনে করি বিদ্যুৎ এর সমস্যা একটু হলে কমতে পারে।


 
আমলাপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী জানান,  দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকায় ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান করতে কোনো সমস্যা হয়নি। বর্তমানে লোডশেডিং শুরু হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। বিদ্যুৎ চলে গেলে তীব্র গরমের মধ্যে আমদের ক্লাস করতে হচ্ছে। এতে করে আমাদের মনোযোগ ধরে রাখা যাচ্ছে না। অনেকে গরমের কারণে ক্লাসের বাইরে চলে যাচ্ছে। এতে ক্লাসে পাঠদানে বিঘ্ন ঘটছে।


এ বিষয়ে এর অভিভাবক বলেন, প্রতিদিন যে পরিমাণে লোডশেডিং হচ্ছে এতে করে আমাদের বাচ্চাদের পড়াশেনা ঠিকমতো হচ্ছে না। অনেক স্কুলে বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটরে চালু করা হয়। আবার অনেক স্কুলে নেই । ওই স্কুলগুলোতে বাচ্চারা অনেক কষ্ট করছে। পড়াশোনায় মনোযোগ বসাতে পারছে না। আমাদের এলাকায় ও কিছুক্ষন পর পর লোডশেডিংয়ের সমস্যা দেখা দেয়। এত করে নানাভাবে ভোগান্তি হচ্ছে। করোনায় ও বাচ্চাদেরঅনেক বিগ্ন ঘটেছে এখন আবার এই লোডশেডিংয়ের কারণে আবার এই বিগ্ন ঘটার আকাংশা দেখা দিচ্ছে।এমই/জেসি