ভাসমান দোকানের বর্জ্যে লেকের পানি দূষণ
তানজিলা তিন্নি
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
নারায়ণগঞ্জ শহরকে সতেজ ও মনমুগদ্ধকর একটি পরিবেশ দেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরে শেখ রাসেল নগর পার্ক ও (লেক পার্ক) নামে একটি পার্ক নির্মাণ করেন । নাসিকের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ পার্কটি নির্মাণ করা হয়। তবে এ পার্ককে ঘিরে গড়ে ওঠে নানা রকম ফাস্টফুডসহ নানান রকম ব্যবসা। যার কারণে দূষিত হচ্ছে পার্কসহ বাবুরাইল খাল। এসব ফাস্টফুড ব্যবসায়ীরা নিজেদের স্বার্থের জন্য নষ্ট করছে কোটি কোটি টাকা ব্যয়ে র্নিমিত শেখ রাসেল পার্ক ও বাবুরাইল খালের পরিবেশ।
এসব ফাস্টফুড থেকে খাবার কিনে খাওয়া শেষ করার পর খাবারের প্যাকেট পার্কে অথবা খালে ফেলে দেয়। পার্কে ওয়াকওয়ের পাশে মানুষ মনোরম পরিবেশে হাটতে এসে এক পাশে নোংরা খাল ও অন্য পাশে পলিথিন ও প্লাস্টিকের ময়লা আর্বজনা ছাড়া তেমন কিছুই দেখতে পায় না। নগরের পরিবেশ রক্ষা করার জন্য পার্ক সহ খালের ও ওয়াকওয়ে পাশে বিভিন্ন প্রজাতির সবুজ গাছ রোপন করে নাসিক। এসব ময়লার কারণে সেসব গাছ পালা ও খালে ছাড়া মাছ হারাচ্ছে নিজেদের সতেজতা। গাছ পালা বায়ুর দূষণের পরিমাপ কমিয়ে বায়ুকে স্বচ্ছ রাখে। কিন্তু এসব দূষণের কারণে নষ্ট হচ্ছে পার্কের পরিবেশ।
বাবুরাইল খালে ঘুরতে আসা এক পথচারী জানান, এখানের মনমুগ্ধকর পরিবেশে হাটতে ভালোই লাগে তবে কিছু মানুষ এ পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। মানুষ যদি একটু সর্তক হয় তাহলে এ পরিবেশ টা রক্ষা করা সম্ভব। আমরা আমাদের চার পাশ সতেজ রাখলে আমরাও সুন্দর ভাবে বাচতে পারবো। সেখানের এক ফাস্টফুড ব্যবসায়ী সুলতান বলেন, এখানে দোকান দিলে অনেক বেচা বিক্রি হয়। আমাদের ভাল ব্যবসার জন্য আমরা এখানে দোকান বসাই পুলিশ মাঝে মাঝে এসে আমাদের দোকান উচ্ছেদ করে তবে সন্ধ্যার পর দোকান বসালে তেমন কিছু বলে না।
লেকে আসা একজন বৃদ্ধ লোক বলেন, ব্যবসা করবে করুক তবে রাস্তাঘাট নোংরা করার কোনো মানেই হয়না। পার্ক একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, দোকানদারা যাতে পরিবেশ নষ্ট না করে সেদিকে সকল দোকানদারকে খেয়াল রাখতে বলেন।
পার্কের এক পরিচ্ছন্ন কর্মীর সাথে কথা হলে তিনি বলেন, আমরা সবসময় পার্ক ও খালটি পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে আসে পাশের দোকানদার ও এখানে আসা সাধারন মানুষ কেউ কথা শুনে না। তারা তাদের ব্যবহৃত ময়লা নিদিষ্ট স্থানে না ফেলে যেখানে সেকানে ফেলায় খাল ও পার্কটির পরিবেশ নোংরা হচ্ছে।
এ বিষয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কতকর্তা শ্যামল চন্দ্র পাল জানান, এখানে কেউ যদি পরিবেশ নষ্ট করে তদের আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ভাবে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আমরা জরিমানা করে থাকি। তিনি আরো জানান, বাবুরাইল খালের কাজ শেষ না হওয়ায় এখানে একটু ময়লা হয়। আমরা এবিষয়ে সতর্ক আছি। এবং জনসাধারনকেও এ বিষয় সচেতন থাকতে।এমই/জেসি