ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে জল্লারপাড় লেক
হাসিবা নিঝুম
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:২৩ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি একেবারে বদলে দিয়েছেন নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকার চিত্র। তিনি মানুষের স্বস্তির জন্য এ লেকটি তৈরি করেছেন । জল্লারপাড় এলাকার লেকটি ময়লা আবর্জনার দিয়ে ভরাট করা হয়েছিল এবং বিভিন্ন্ রকম দখলদাররা দখল করে নিয়েছিল সেই লেকটি উদ্ধার করে এটিকে এখন একটি পার্কে পরিনত করা হয়েছে । নরায়ণগঞ্জ সহ ও দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের জল্লারপাড় লেকটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন । লেকটির সৌন্দর্য রক্ষার্থে বিভিন্ন জায়গায় ময়লা ফেলার স্থান বা ডাম্পিং বক্স রাখা হয়েছে । তবে মানুষ চিপস, জুস, চকলেট, আইসক্রিম ইত্যাদি প্যাকেট নির্দিষ্ট স্থানে না ফেলার কারনে এগুলো উড়ে গিয়ে খালের পানিতে পড়ে ফলে অনেক ময়লা আর্বজনা জমে যায় । খালটি পরিষ্কার না করায় ময়লা আবর্জনা গুলো একত্রে জমে পার্কের সৌন্দর্য নষ্ট করে । এতে করে লেকটির এতো সুন্দর মনোরম পরিবেশ নষ্ট হয়ে যায় ।
সরেজমিনে গিয়ে দেখা যায় , জল্লারপাড়া লেকটির একপাশে অনেক ময়লা জমে আছে এবং অনেক দিন জাবত লেকের ফেলা ময়লা গুলো পরিষ্কার করা হয়নি। ময়লার কারনে কোটি কোটি টাকা দিয়ে তৈরি এ খালের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং এ ময়লা আবর্জনার কারনে লেকের পানিও দূষিত হচ্ছে । আবার কিছু কিছু মানুষ লেকের ময়লা পানিতে গোসল করে।
সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী শ্যামল চন্দ্র পাল এর কাছে বিষয়ে কথা হলে তিনি বলেন , খালের পানি পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন থেকে লোক পাঠানো হয় এবং কিছুদিন পর পরই খালের ময়লা পরিষ্কার করা হয়।এমই/জেসি