সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাড়ে তিন বছরেও মন্ডলপাড়া ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়নি

হাসিবা নিঝুম

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

 

 # সরু ব্রিজ দিয়ে যাতায়াতে ভোগান্তিতে শহরবাসী
#  টেন্ডারের গাফলতিতে ব্রিজটির নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে : অসিত বরণ বিশ্বাস

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি একেবারে বদলে দিয়েছেন নারায়ণগঞ্জ শহরের চিত্র। দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পরই তিনি শহরের সৌন্দর্য্য বৃদ্ধি, পরিবেশের উন্নয়নের লক্ষ্যে দখল হয়ে পড়া খালগুলো পুনরুদ্ধার, খনন ও সৌন্দর্য্য বৃদ্ধির কাজে মনোনিবেশ করেন। তারই ফলস্বরূপ হিসেবে নাসিকের উদ্যোগে ২০১৮ সালের ১৯ জুলাই বাবুরাইল খালকে দখল মুক্ত করে প্রাকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধির কাজ শুরু করা হয়। সেই সাথে খালের পানি গতিশীল করার জন্য প্রয়োজন হয়ে পড়ে ব্রিজটি সংস্কারের।

 

অন্যদিকে নিতাইগঞ্জ টানবাজার এলাকার ব্যবসায়ীক কারণে বঙ্গবন্ধু সড়কের ব্যস্ততা বেড়ে অনেক চাপ সৃষ্টি হওয়ায় ব্রিজটি প্রশস্তকরণ কাজের প্রয়োজন হয়ে পড়ে। সেদিকে বিবেচনা করেই মেয়র পথচারী ও যানবাহন চলাচলের সুবিধার্থে মন্ডলপাড়ার ব্রিজটির পুণঃনির্মাণ কাজ শুরু করেন। স্বাভাবিকভাবেই ব্রিজটি নির্মাণের সাথে সাথে শুরু হয় শহরবাসীর ভোগান্তি। কিন্তু প্রায় সাড়ে তিন বছর সময় অতিবাহিত হওয়ার পরও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় জনগণের ভোগান্তিও শেষ হচ্ছে না। তাই সামান্য এই ব্রিজটি নির্মাণে এত সময় ব্যয় করায় জনমনে চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় ইট, বালু, পাথর ইত্যাদির স্তুপ করে রাখা হয়েছে ব্রিজটির ওপর। এখনও পর্যন্ত নির্মাণ কাজ চলমান রয়েছে এই ব্রিজটির। ব্রিজের পূর্ব পাশের একটি এবড়োথেবড়ো অংশ দিয়েই আসা যাওয়া করছে উভয় দিকের যানবাহন। এর ফলে এখানে যানজটের সমস্যা প্রায় সব সময়ই লেগে থাকছে। একদিকে গাড়ির ঝাঁকুনিতে শারীরিক কষ্ট অন্যদিকে ব্যাপক সময় নষ্ট হওয়ার কারণে বিপাকে পড়েছে শহরবাসী।


 
এ সময় এখানে মোস্তাফিজুর রহমান নামের এক পথচারীর সাথে কথা বললে তিনি জানান, ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়া তাদের চলাচলে ভোগান্তির শিকার হতে হয়। রাস্তা উচু নিচু হওয়ার কারনে অনেক সময় হোচট খাই এমনকি এক পাশের রাস্তা বন্ধ থাকায় আরেক পাশের রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। কফিল উদ্দিন নামের এক রিকশা চালক জানান এ ব্রিজটির নির্মাণ কাজ এখনও পর্যন্ত শেষ না হওয়ায় এখানকার উচুনিচু ও ভাঙাচোরা রাস্তায় যাত্রীসহ রিকশা টেনে উঠাতে তাদের অনেক কষ্টের শিকার হতে হচ্ছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরন বিশ্বাস জানান, ব্রিজটির নির্মাণ কাজের জন্য প্রথমে যে টেন্ডারের কাছে কাজটির দায়িত্ব দেওয়া হয় সে গাফলতি শুরু করে এবং কাজটি টিকমতো করছিল না, ধীরে ধীরে কাজটা চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে কিছু পাইল (খুটি) তৈরি করার পর সে কাজটা বন্ধ করে দেয়। তারপর আমরা আরেক টেন্ডারের কাছে ব্রিজটির নির্মাণ কাজের দায়িত্ব দেই। সে ব্রিজের নির্মাণ কাজটি গুছিয়ে করেন এবং কাজটি শেষের দিকে রয়েছে। কিছুদিনের মধ্যেই আমরা ব্রিজটির উদ্বোধন করবো।এসএম/জেসি