শহরে গ্যাসের তীব্র সংকট
মেহেরীন জারা
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
# এখানে আমাদের কিছু করার নেই: তিতাসের উপ-ব্যবস্থাপক
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জ্বালানি গ্যাসের তীব্র সংকট দেখা দিচ্ছে। গত বেশ কয়েকদিন ধরে সকাল থেকে বাসাবাড়িতে আকষ্মিকভাবে গ্যাসের চাপ কমে যায়। জানা গেছে, কয়েকদিন ধরেই শহরের বাবুরাইল, পাইকপাড়া, নয়াপাড়া, নলুয়াপাড়া, দেওভোগ, মন্ডলপাড়া, টানবাজার, গলাচিপা, নন্দিপাড়া ও আমলাপাড়াসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চলছে। এসব এলাকায় রাতে সামান্য গ্যাস পাওয়া গেলেও দিনের বেলায় গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার ভোর হতে না হতেই কমে যাচ্ছে গ্যাসের চাপ।
দিন দিন এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে যার ফলে বিপাকে পড়েছেন স্থানীয়রা। গ্যাসের তীব্র সংকটের কারণে অনেকে লাকড়ি চুলা ও কেরোসিনের স্টোভে রান্না করছেন। কিন্তু এতে করে তাদের খরচ অনেকাংশে বেড়ে যাচ্ছে। এ সংকটে সবচেয়ে বেশি ভোগান্তি আবাসিক গ্রাহকদের। বাবুরাইল এলাকার ভুক্তভোগী বাসিন্দা তামান্না বলেন, অনেকদিন ধরেই দিনের বেলা তিতাস গ্যাস সরবরাহ ঠিক মতো পাই না।
রাতের বেলা কিছু গ্যাস থাকলেও কিছুদিন ধরে এখন রাতের বেলাও গ্যাস একেবারে বন্ধ হয়ে গেছে। গ্যাস সরবরাহ না থাকলেও আমরা নিয়মিত গ্যাস বিল প্রধান করছি। টানবাজার এলাকায় থাকা বাসিন্দা ফরিদ মিয়া জানান, গ্যাস সংকটের কারনে আমাদের রান্নার কাজ প্রায় বন্ধ। আমাদের এখন বাইরের খাবারের উপর নির্ভর করতে হয়। তাই এই তিতাস গ্যাস সংকট সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
নলুয়াপাড়া এলাকার বাসিন্দা রাজিয়া সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে শুধু মাত্র আমরা রাতের বেলায় গ্যাস পেয়েছি। এর মধ্যেও রাত জেগে কষ্ট করে রান্না করছি। তিনি আরো বলেন, গ্যাস যদি না দেয় তাহলে আমাদের বিল বন্ধ করে দেওয়া হোক। যেহেতু সিলিন্ডার গ্যাসে আমাদের রান্না করতে হচ্ছে তাহলে কেন আমরা আবার গ্যাসের বিল দিব।
শহরের গলাচিপা এলাকার অধিবাসী মনি বেগম বলেন,কয়েক মাস ধরেই এই গ্যাসের সংকট রয়েছে। দুপুরের পর তো এর সংকট প্রকট আকার ধারন করে। এ বিষয়ে তিতাস গ্যাস এর উপব্যবস্থাপক পরিচালক ইমাম উদ্দিন শেখের সাথে মুঠোফোনে জিঙ্গাসাবাদে তিনি বলেন,এটা সারা দেশেই সংকট শুধু নারায়ণগঞ্জে না, সারা বিশ্বে । এখানে আমাদের কিছু করার নেই।