সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শহরে বিদ্যুতের খুঁটিতে জটলা

মো. সুলতান

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:১১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

 

# অহরহ ঘটছে দুর্ঘটনা, দেখার কেউ নেই

 

দূর দেখলে মনে হয় অযত্নে অবহেলায় চুলের বিশাল জটলা, কিন্তু তা চুল নয় সেগুলা হচ্ছে ডিশ, ইন্টারনেট, টেলিফোন, বিদ্যুতের তারের লাইনগুলো এক সাথে জড়িয়ে আছে বিভিন্ন বিদ্যুতের খুঁটিতে।

 

 

যেখানে বাসা বানিয়েছে কাক, চড়ুই, কবুতরসহ নানা ধরনের পাখি যাদের বাসা বানাতে ব্যবহার করে চিকন কারেন্টের তার গুনা, খেড়সহ ছোট ছোট নানা ধরনের জিনিস। যার কারণে ঝুলে পড়েছে বিদ্যুৎ ও সড়কবাতির খুঁটি। এতে আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার।

 

 

শহরে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটির দিকে তাকালে দেখা যায়, সরকারি সিদ্ধান্ত অমান্য করে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, টিভি অপারেটররা দিনের পর দিন তারের দল পাকিয়ে ঝুলিয়ে রেখেছে। আর এই তার থেকে শট সার্কিট হয়ে প্রায় সময়ই ঘটছে ছোট বড় অগ্নিকাণ্ডের মত ঘটনা।

 

 

সম্প্রতি যেমন চাষাড়া সুগন্ধা বেকারীর দোকানের বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। রাস্তার পাশে থাকা চায়ের দোকান এর ড্রামে থাকা পানি দিয়ে আগুন নিভানো হয়। তার ঠিক দুইদিন পরেই শহরের বঙ্গবন্ধু সড়কে সোনার বাংলা মার্কেট এর সামনের রাস্তায় বিদ্যুতের খুঁটিতে আবার আগুন লাগে। সেখানেও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার জন্য রাস্তার সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।

 

 

এদিকে বিদ্যুতের খুঁটিতে যেমন তারের জটলা ঝুলে থাকে তেমনিভাবে ফুটপাতে দোকানদার লাইটের লাইন জ্বালায় অবৈধভাবে। এই অবৈধভাবে বিদ্যুত ব্যবহারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ থেকে অভিযান চালিয়ে অবৈধ লাইন কেটে দিলেও তা আবার আগের অবস্থানে ফিরতে সময় লাগেনা।

 

 

এবিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে রাসেল নামে একজন বলেন, বর্তমানে আমাদের দেশের যে অবস্থা তাতে মনে হয় বিদ্যুতের খুঁটির দিকে তাকালে মনে হয় বিশাল এক চুলের জটলা, যেনো পান থেকে চুন খসলেই লাগবে আগুন। জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে চারপাশ এক মুহুর্তেই।

 

 

তাই আমরা চাই সিলেট শহরের মত তার বিহীন শহর দেখতে। যাতে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী যাতে আমাদের জন্য এই কাজটা করেন। তিনি তো নারায়ণগঞ্জকে সুন্দর করে সাজাচ্ছেন তার এই দিকটাতে একটু খেয়াল দেয়া দরকার। এবং বিদ্যুৎ বিভাগ যাতে অবৈধ লাইনের দিকে একটু নজরদারি বাড়ান।

এস.এ/জেসি