উল্টো পথে গাড়ি প্রবেশের কারণে যানজট
মেহেদী হাসান
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:০১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
# দুটি মোড়ের ইউটান বন্ধের কারণে দেওভোগে উল্টো পথে গাড়ি প্রবেশ করে
নারায়ণগঞ্জ শহরের প্রতিটি সড়কেই প্রতিদিন উল্টো পথে গাড়ি চলতে দেখা যায়। এতে প্রতিনিয়ত সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। উল্টো পথে গাড়ি চালানো শুধু আইন অমান্য করাই হয় না এ কারণে ঘটে দুর্ঘটনাও ।
সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন পরিবর্তন করেছে সরকার। মামলার সঙ্গে বিপুল পরিমাণ জরিমানার বিধান রেখে করা হয়েছে নতুন আইন। কিন্তু কিছুতেই সড়কে শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না।
উল্টো পথে গাড়ি চালিয়ে পার হওয়া সবচেয়ে বেশি অভিযোগ মোটর সাইকেল, সিএনজি, রিকশা, অটোরিকশা, মিশুক ও ভ্যান গাড়ির বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়, নগরীর ২নং রেল গেটস্থ এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। আর এই যানজটের সৃষ্টির প্রধান কারণ হচ্ছে উল্টো পথে গাড়ি চলাচল।
বর্তমানে নারায়ণগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু কিছুতেই যানজট কমছে না। আগে ২নং রেল গেটস্থ এলাকায় ট্রেনের সিগনালের কারণে যানজটের সৃষ্টি হতো। কিন্তু এখন ট্রেন বন্ধ থাকলেও কমছে না যানজট।
২নং রেল গেটস্থ থেকে আলী আহম্মদ চুনকা সড়কে রিকশা, অটো রিকশা ও ভ্যান গাড়ি গুলো প্রবেশ করে উল্টো পথে। আর এই উল্টো পথে প্রবেশের কারণে, যে সকল গাড়িগুলো চাষাড়ার দিকে প্রবেশ করে তাদের আটকা পরতে হয়।
প্রতি মিনিটে মিনিটেই এই মোড়টিতে যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু ২নং রেল গেটস্থ এলাকায় ট্রাফিক থাকলেও এর কোন সমস্যা সমাধান হচ্ছে না। দেখা যায়, নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগারের সামনে ও ডি.আই.টি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সড়কে যে ইউ টানের মোড়টি ছিলো সেটি ট্রাফিক বন্ধ করে দিয়েছে।
এই মোড় দু’টি বন্ধের কারণে গাড়িগুলো উল্টো পথে দেওভোগের দিকে প্রবেশ করতে হয়। এ বিষয়ে একজন পথচারী জানান, আমার বাড়ি হচ্ছে দেওভোগ পাক্কা রোড এলাকায়, আমি প্রতিদিনই রিকশায় করে বাড়িতে আসা-যাওয়া করি। কিন্তু আমি যে রিকশাটি দিয়ে চলাচল করি সেটি প্রায় সময় উল্টো পথে আলী আহাম্মদ চুনকা সড়ক দিয়ে প্রবেশ করে।
মাঝে মধ্যে ট্রাফিক উল্টো পথে আসতে না দিলে মন্ডলপাড়া পুল দিয়ে ঘুরে আসতে হয়। অনেক সময় উল্টো পথে চলার কারণে ১০ থেকে ১৫ মিনিট য্যামে বসে থাকতে হয়। আমি মনে করি আগের মোড়গুলো বন্ধ করার কারণে এখন আরও বেশি যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে একজন রিকশা চালক বলেন, দেওভোগ, বাবুরাইল এলাকার যাত্রী নিলে আমাদের মন্ডরপাড়া পুল হয়ে ঘুরে যেতে হয়। আগে পাঠাগারের মোড় দিয়ে যেতে পারতাম, এখন তা পারি না। এখন আমাদের ২নং রেলগেটস্থ ডায়মন্ড চত্তর দিয়ে উল্টো পথে ঢুকতে হয়। আর এই উল্টো পথে ঢুকার কারণে একটু যানজটের সৃষ্টি হয়।