সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশুদ্ধ পানির তীব্র সংকট

তানজিলা তিন্নি

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

 

# সমস্যা সমাধানে নাসিককে উদ্যোগ নেয়ার দাবি

 

 

পানির অপর নাম জীবন হলেও পান করা পানি যদি হয় দূষিত তাহলে পানি মানুষের নানান রোগের কারণ হয়ে দাঁড়ায়। এই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দারা। পানি মানুষের জীবনের এমন একটি উপাদান যা ছাড়া মানুষের বেচেঁ থাকা অনেক কঠিন বেপার। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন যায়গায় যে পরিমাণের পানির চাহিদা থাকে, তার পুরোটাই সরবরাহ করে থাকে ওয়াসা।

 

ভূগর্ভস্থ বা নদীর পানি দূষনমুক্তর মাধ্যমে ওয়াসার পানি সরবরাহ করা হয়। তবে বিভিন্ন প্রক্রিয়ায় পানি দূষন মুক্ত করার পরেও সম্পূর্ন বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় না। কারণ বিভিন্ন জায়গায় মানুষের বাসাবাড়িতে যে পাইপ লা্নইর মাধ্যমে পানি সরবরাহ করা হয় তা লিকেজ বা পুরোনো হয়ে যাওয়া পাইপের কারণে পানি পুনোরায় দুষিত হয়ে পরে। যার ফলে এই পানি পানে বিভিন্ন পানি বাহিত রোগ হবার সম্ভাবনা থাকে। একে তো বিশুদ্ধ পানির অভাব তার উপর কিছু কিছু জায়গায় রয়েছে পানির তীব্র সংকট।

 

ওয়াসার পানির বিশুদ্ধতা নিয়ে নগরবাসীর মনে রয়েছে সংশয়। পানির প্রয়োজন মেটাতে মানুষ নানা উপায় দূষিত পানি বিশুদ্ধ করে পানি পান করে থাকে। বর্তমানে বেশির ভাগ বাড়িতে সাবমারসিবল পাম্প ব্যবহার করে পানির প্রয়োজন মেটাতে হয়। তবে সে পানি ও নানা উপায়ে মানুষ বিশুদ্ধ করে তারপর পান করে থাকেন। সোমবার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে লাইন দিয়ে কলস রেখে দিয়েছেন পানির প্রতীক্ষায়, কখন পানি আসবে।

 

নারায়ণগঞ্জ শহরের গোয়াল পাড়ার এলাকাবাসী জাহানারা বেগম বলেন, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় পানি আসে না আর আসলেই কিছুক্ষণ পরই চলে যায়। এ বিষয় কর্তৃপক্ষকে জানালে তারা কোনো ব্যবস্থা নেয় না। আমাদের সমস্যা হয়। তাছাড়া এই পানি রান্নার কাজে ব্যবহার করতেও তেমন ভরসা হয় না। নন্দিপাড়ার এক গৃহিনীর সাথে কথা বলে তিনি বলেন, পানি পরিষ্কার করা হলেও এই পানি থেকে অনেক দূগন্ধ আসে, মাঝে মাঝে পানি লাল হয় ঘোলা হয় যা খাবারের ভক্তি হয় না এবং রান্না করা যায় না।  

 

অন্যদিকে ঢাকা ওয়াসার হিসেবে ১ জুলাই ২০২১ পানির দাম বাড়ায় ৫% শতাংশ। এতে ঢাকার ওয়াসার পানির দাম নির্ধারিত হয়, আবাসিক সংযোগে প্রতি ইউনিট (১০০০লি.) পানির দাম পড়বে ১৫ টাকা ১৮ পয়সা এবং বাণিজ্যিক সংযোগের প্রতি ইউনিট (১০০০লি.) পানির দাম পড়বে ৪২ টাকা করে।

 

নগরের পানির সংকটের বিষয় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি সরবরাহ) এস. এম. মাসুদ পারভেজ যুগের চিন্তা কে বলেন, এ বিষয় কোনো লিখিত অভিযোগ নেই। যদি কেউ লিখিত অভিযোগ জমা দেয় আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবো।

এস.এ/জেসি