যত বেশি সফল তত বেশি বিনয়ী হতে হবে- অধ্যাপক সামসুজ্জোহা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
# গিয়াসউদ্দিন কলেজে নবীণবরণ অনুষ্ঠান
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, ভালো মানুষের সাথে থাকতে হবে, খারাপ মানুষককে পরিহার করতে হবে। এই কলেজের সুনাম বাইরে নেওয়ার জন্য তোমরাই হলো সঠিক রাষ্ট্রদূত।
তোমরা ভালো করলে এ প্রতিষ্ঠানকে কখনো মার্কেটিং এর জন্য কিছু করতে হবে না। তোমরা নিজেরাই মাকেটিং হতে পারবে। গতকাল দুপুরে সিদ্বিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের (২০২২-২৩) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ছিলো। এখানে ব্যবসায়িক কাজ অনেক হতো। সারাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান ছিলো নারায়ণগঞ্জ। দূর্ভাগ্যজনকভাবে এটা আর এখন সত্য নয়। আগের মতো পজিশন আর ধরে রাখা যায়নি। নারায়ণগঞ্জ যেনো আগের মতো গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের সে চেষ্টা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ার বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামসুজ্জোহা বায়েজীদ বলেন, আমাদের পড়াশুনার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। আমরা বিনয়ী ও সৎ হবো। আমাদের সফলতা, প্রভাব ও টাকা পয়সা যেনো আমাদের অহংকারী না করে। তোমরা যতো বেশি সফল হবে তত বেশি বিনয়ী হবে।
সভাপতির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, তোমাদেরকে ওই বিষয়ে শিখানোর চেষ্টা করবো; যে তোমার আমার স্রষ্টা কে, কেনো তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আমি তুমি কে ও আমি তুমি কেনো?
তোমার আমার চূড়ান্ত সফলতা কি? আমি চেষ্টা করবো ভালো মানুষ হতে তোমাদেরকে স্বপ্ন দেখানোর জন্য। ভালো মানুষ হওয়ার জন্য তোমাদের স্বপ্ন তোমরাই বাস্তবায়ন করবে।
গিয়াসউদ্দিন কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিাত ছিলেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, রিভ সিস্টেমস লিমিটেডের পরিচালক আজমত ইকবাল, গিয়াসউদ্দিন মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধূরি, শিশির ঘোষ অমসহ প্রমুখ। এন.এইচ/জেসি