শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারায়ণগঞ্জে এইচএসসিতে পাশের হার ৯১ দশমিক ৬৮ শতাংশ

সাইমুন ইসলাম

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৪১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

 

# জিপিএ ফাইভ এর হার ৯ দশমিক ২৩ শতাংশ

 

 

ঢাকা বোর্ডের অধীনে নারায়ণগঞ্জ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের  চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ বছর নারায়ণগঞ্জ থেকে ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ হাজার ১৯৪ শিক্ষার্থী অংশ নেয়। বিপরীতে পাশ করেছে ১৭ হাজার ৫৯৮ জন। পাশের হার ৯১.৬৮ শতাংশ। অন্যদিকে জিপিএ ৫ পেয়েছে ১৭৭১ জন। জিপিএ ৫ এর হার ৯ দশমিক ২৩ শতাংশ।

 

সবচেয়ে বেশি  জিপিএ ৫ পেয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৫৮ জন। পাশের হার এবং জিপিএ-৫ এর ভিত্তিতে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। এ প্রতিষ্ঠানে শতভাগ পাশের পাশাপাশি ৫৪ দশিক ৫৯ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান ছাড়াও শতভাগ পাশ করেছে কবি নজরুল স্কুল এন্ড কলেজ, বারদি হাই স্কুল এন্ড কলেজ, ঢাকেশ্বরী মিলশ স্কুল এন্ড কলেজ, নব কিশোলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজ, হাজী মো. ইখলাশউদ্দিন ভূইয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সোনারগাঁও স্টার ফ্লাওয়ার এস.আর স্কুল এন্ড কলেজ। অন্যদিকে সবচেয়ে খারাপ ফল করা প্রতিষ্ঠান হলো ইস্টার্ন আইডিয়াল কলেজ যেখানে মাত্র ৬ জন পরিক্ষার্থীদের মধ্যে ২ জন পাশ করেছে। অন্য প্রতিষ্ঠান হলো এরিব্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ যেখানে  ১০ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৫ জনই অকৃতকার্য।

 

ঘোষিত ফলাফলে নারায়ণগঞ্জ জেলার মধ্যে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। দেখা যায়, এই কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৩৯২ জন মোট পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেন। এদের মধ্যে ২১৪জন পেয়েছেন জিপিএ ফাইভ। জেলার মধ্যে এই কলেজটিতে জিপিএ ফাইভ প্রাপ্তির হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ। অন্যান্য কলেজগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে পরিক্ষার্থী ছিলেন ২ হাজার ৫শ ৫৭ জন। পাশ করেছে ২ হাজার ৪শ ২৬ জন। এদের মধ্যে ৪৫৮ জন পেয়েছেন জিপিএ ফাইভ। পাসের হার ৯৪ দশমিক ৮৮ শতাংশ। সরকারী তোলারাম কলেজে পরিক্ষার্থী ছিলেন ২ হাজার ৪শ ৮৯ জন। পাশ করেছে ২ হাজার ৩শ ৬০ জন। এদের মধ্যে ২৫৮ জন পেয়েছেন জিপিএ ফাইভ।

 

পাসের হার ৯৪ দশমিক ৮২ শতাংশ। নারায়ণগঞ্জ কলেজে পরিক্ষার্থী ছিলেন ১ হাজার ৫শ ১৬ জন। পাশ করেছে ১ হাজার ৩শ ৬৭ জন। এদের মধ্যে ৬৮ জন পেয়েছেন জিপিএ ফাইভ। পাসের হার ৯০ দশমিক ১৭ শতাংশ। এছাড়াও গোপালদী নজরুল ইসলাম কলেজের পাসের হার ৯৯ দশমিক ৬৩ শতাংশ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৫৩৮ জন। পাশ করেছেন ৫৩৬ জন। এদের মধ্যে ১৬৯ জন পেয়েছেন জিপিএ ফাইভ। মেঘনা শিল্পনগরী কলেজে পরিক্ষার্থী ছিলেন ১১৩ জন। পাশ করেছে ১০৩ জন। এদের মধ্যে ৮ জন পেয়েছেন জিপিএ ফাইভ।

 

পাসের হার ৯১ দশমিক ১৫ শতাংশ। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণে এবং অভিভাবকদের অনুপ্রেরণায় এ ফলাফল অর্জিত হয়েছে। যেসব শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারেনি তাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। বোঝাতে হবে। আগামীতে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করতে হবে।িএস.এ/জেসি