রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার



হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

 

আলোচনা পর্ব ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের  শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী চন্দন শীল।

 

 

এসময় স্বাগত বক্তব্য রাখেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ লুৎফুন নেছা। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান। 

 

 

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য এম.এস মোতালিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ তোফাজ্জল হোসেন তাপু, মো. সেলিম রেজা, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইব্রাহিম খলিল ও সাবেক অভিভাবক সদস্য মোঃ আবু হানিফ, এনায়েতনগর ১ নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন ও ১,২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ারা বেগম লিপি।  

 

 

আরো উপস্থিত ছিলেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য আহমেদ হোসেন, কামাল হোসেন, দেওয়ান শফিুকল আমান, মোঃ ওসমান ও কো-অপ্ট সদস্য দিলীপ কুমার মন্ডল প্রমুখ। এন.হুসেইন/জেসি