মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

অথনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

 

শনিবার (১১ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ রাইফেলক্লাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ এর তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তা কর্মশালা ২০২১-২২ সনদ ও ভাতা প্রদান করেন প্রধান অতিথি জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জের চেয়ারম্যান সালমা ওসমান লিপি। 

 

 

নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,আত্ম-নির্ভরশীলতা অর্জনে উদ্ধুদ্ধ ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প কাজ করে যাচ্ছে।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম নীট গার্মেন্টস প্রাঃ লি. এর ব্যবস্থাপনা পরিচালক কানিজ ফাতিমা রীমা সিআইপি। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার জেলা কর্মকর্তা লায়লা আরজুমান। এন.হুসেইন/জেসি