ভাষা শহীদদের প্রতি ‘দৈনিক যুগের চিন্তা’ পরিবারের শ্রদ্ধাঞ্জলী
স্টাফ রিপোর্টার
যুগের চিন্তা
প্রকাশিত : ০১:০০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দৈনিক যুগের চিন্তা পরিবার।মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় ও পাঠকপ্রিয় ‘দৈনিক যুগের চিন্তা’ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগের চিন্তার নির্বাহী সম্পাদক মো. নুরুল ইসলাম, বার্তা সম্পাদক মাহফুজ সিহান, সিনিয়র স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার এম. সুলতান, লিমন দেওয়ান, ইফতি মাহমুদ, চীফ ফটো সাংবাদিক মো. মেহেদী হাসান, অফিস সহকারী মো. সৌরভ পাটোয়ারী প্রমুখ।