শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান আহমেদ হোসেন রাজু

স্টাফ রিপোর্টার

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:১১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার


 

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জণসংখ্যা বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন রাজু। এক বিজ্ঞপ্তিতে আহমেদ হোসেন রাজু বলেন, এই মাস হচ্ছে অগ্নি ঝরা মাস ও বাংলা ভাষার মাস।

 

 

পৃথিবীতে একটা মাত্র দেশ রয়েছে যে দেশের মানুষ কে ভাষার জন্যেও জীবন উৎসর্গ করতে হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণদান করেন বাংলা মায়ের দামাল ছেলেরা।

 

 

সালাম-বরকত-রফিক-শফিক- জব্বার সহ আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে বাংলাদেশ ফিরে প্রায় প্রাণের ভাষা বাংলা। এই ফেব্রুয়ারি মাস বাঙালি জাতির একটি গর্বের মাস। শহীদদের রক্তের বিনিময়ে আমরা আমাদের প্রিয় বাংলা ভাষা পেয়েছি।

 

 

বাঙালি হিসেবে বাংলা ভাষায় কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাই জীবন উৎসর্গ কারী সকল শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।   এন.হুসেইন/জেসি