রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৩ মাসেও উন্মুক্ত হয়নি ডিসি থিম পার্ক

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

 

# অযত্নে অবহেলা পরে নষ্ট হচ্ছে সরকারি স্থাপনা ডিসি থিম পার্ক
# পার্কটি খুব তাড়াতাড়ি উন্মুক্ত করা হবে : ডিসি

 

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনজীবী, তাদের সহকারী ও সর্বসাধারণ জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আদালতে সেবা নিতে আসা ব্যক্তিরা বিশ্রাম ও তাদের ছোট বাচ্চারা যাতে একটু খেলাধুলা করতে পারে সেজন্য নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ডিসি থিম পার্কটি নির্মাণ করেন। মসজিদ সরিয়ে নিয়ে পার্ক নির্মাণ করেও চালু করা সম্ভবপর হয়নি। কাজ শেষ হওয়ার এক বছরের বেশি সময়েও চালু হলো না পার্কটি। ডিসি ডিম পার্ক সাবেক ডিসি এ জেলা থেকে চলে যাওয়ার আগে পার্কটির উদ্বোধন করেন।

 

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্কটির উদ্বোধনের পর থেকেই বন্ধ অবস্থাতেই রয়েছে। পার্কের ভিতরে যে সকল স্থাপনা নির্মাণ করা হয়েছে তা বর্তমানে নষ্ট হয়ে যাওয়ার পথে। পার্কে লাগানো বেশিরভাগ গাছ মরে গেছে ও পরিচ্ছন্ন কর্মীদের অবহেলায় তা ময়লায় ভাগাড়ে পরিণত হয়েছে। ওখানে থাকা দোকানদারদের সাথে কথা বলে জানা যায় অনেকদিন ধরে পার্কটি বন্ধ কারণ জানতে চাইলে বলেন, আমরা জানি না এটা জেলা প্রশাসকের নির্দেশ।  

 

গত ৬ জানুয়ারি এ পার্কটি সাবেক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উদ্বোধন করেন। কিন্তু তার পরেই তার বদলির কারণে তিনি আর বেশিদিন এখানে থাকতে পারেনি। তার পর থেকে পার্কটি বন্ধ দেখা যাচ্ছে। পার্কটি বানানোর মূল কারণ হলো আদালতে আসা সাধারণ মানুষ যাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থাকে তারা একটু বিশ্রাম নিতে পারে ও তাদের ছোট বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে ও নারায়ণগঞ্জের সকল দর্শনীয় স্থানের চিত্র স্বচক্ষে দেখে তাদের মানসিক বিকাশ ঘটে। কিন্তু অজ্ঞাত কারণে কাজ শেষ হলেও দীর্ঘসময় ধরে বন্ধ করে রেখেছে পার্কটি।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, পার্কটি খুব তাড়াতাড়ি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

এস.এ/জেসি