সমাজসেবায় নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ সন্তান মডেল গ্রুপের মাসুদুজ্জামান
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১১:১৮ এএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামানকে সমাজসেবায় ‘নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সন্তান ২০১৮-২০২১’ পুরস্কার দিয়েছে নারায়ণগঞ্জ জেলা সমিতি। গতকাল বুধবার সকালে ঢাকার বেইলি রোডে নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক এমপি’র বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক আবু হানিফ হৃদয়। এসময় পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক বলেন, ‘মানুষের সুখে দুঃখে মাসুদুজ্জামান যেভাবে এগিয়ে আসেন এটি সকল ব্যবসায়ী শিল্পপতিদের জন্য একটি অনুসরণীয় উদাহরণ।’
তিন বছর পরপর নারায়ণগঞ্জ জেলা সমিতি এ পুরস্কার প্রদান করে। করোনাকালীন সময়ে তার সমাজ সেবার স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার প্রদান করা হয়। করোনার সময়ে মাসুদুজ্জামান কয়েক কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক ফ্রি মেডিক্যাল সার্ভিস, জীবনু নাশক ছিটানো, খাদ্য সহায়তা, বিনামুল্যে ওষুধ সার্ভিস, ডাক্তারদের জন্য পিপি প্রদান, দরিদ্রদের নগদ সহায়তা প্রদান করেন।
করোনার পরেও রোজার শুরুতে, রোজার ঈদে ও কোরবানীর ঈদে তিনি তিন দফায় কয়েক হাজার দরিদ্র পরিবারের মধ্যে এক কেজি করে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপহার প্রদান, নিজস্ব অর্থব্যায়ে রাস্তা, ড্রেন নির্মাণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ তিনি নিয়মিত করে যাচ্ছেন। এন.হুসেইন/জেসি