রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফতুল্লায় অপহরণের ১৮ ঘন্টা পর দুই ব্যক্তি উদ্ধার, যুবক গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার




ফতুল্লায় দুই ব্যক্তিকে অপহরণের ১৮ ঘন্টা পর অপহরনকারীদের কবল থেকে হাত-পা বাধাবস্থায় উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।

 

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ফতুল্লা দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চন্দ্রা বাড়ীর ভিতরে অভিযান চালিয়ে তাকে আটক ও উদ্ধার করা হয়।

 

 

উদ্ধারকৃত যুবকরা হলো ফতুল্লা মডেল থানার শিয়াচর সাউথ কমিউনিটি সেন্টার সংলগ্ন মৃত কাজী আবু তাহেরের ছেলে ইয়াসীন (৪৩) ও শিয়াচর হাজী হাজী বাড়ীর শামিম মিয়ার ভাড়াটিয়ানল আব্দুল খালেক তালুকদারের ছেলে মনির (৩৬)। আটককৃতর নাম মাজহারুল ইসলাম।

 

 

সে ফতুল্লা দাপা ইদ্রাকপুর আনোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মো. সাইদুর রহমানের ছেলে। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অপহরনকারী চক্রের মূল হোতা কামরুল ও তার অপর সহোযোগিরা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে লাল কস্টেপ পেঁচানো বেশ কিছু লাঠি, লোহার রড উদ্ধার করে।

 

 

এ বিষয়ে অপহৃত ইয়াসীনের বড় ভাই কাজী মো. ইদ্রিস বাদী হয়ে শুক্রবার (২৪ মার্চ) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। আটককৃত মাজহারুলসহ ৭ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

 

 

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর ভাই ইয়াসীন ও মনির বুধবার রাত সাড়ে ১০ টার দিকে শারজাহান রোলিং মিলস্থ বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো।

 

 

চা পান শেষে পায়ে হেটে বাসায় যাবার পথে শারজাহান রোলিং মিলস খা বাড়ীর সামনে পৌছা মাত্র গ্রেফতারকৃত মাজহারুল, অপহরণকারীচক্রের মূল হোতা কামরুল,(২২),আল আমিন(২৪), রাসেল(২১), মমিন(২১)তারেক (২৫)রবিন(২৭)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় তৈরী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ইয়াসীন ও মনিরকে পরিত্যাক্ত চন্দ্রাবাড়ীর একটি টিনসেড ঘরের ভিতর নিয়ে আটকে রেখে হাত-পা বেধে মারধর করে।

 

 

এক পর্যায়ে মনিরের ফোন দিয়ে বাদীর ভাই অপহৃত ইয়াসীনের ছেলে রায়হানের (১৬) নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবী করে। মুক্তিপণের দাবীতে অভিযুক্তরা অপহৃতদের মারধর অব্যাহত রাখে।

 

 

পরে সকালে বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে লিখিত ভাবে জানানো হয়। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু জানায়, অভিযোগের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরনকারীদের অবস্থান নিশ্চিত হয়ে, দাপা পরিত্যাক্ত চন্দ্রাবাড়ীর একটি টিনসেড ঘরে অভিযান চালিয়ে অপহরনকারীদের কবল থেকে হাত-পা বাধাবস্থায় উদ্ধার করা হয় অপহৃতদের।

 

 

এসময় আটক করা হয় অপহরনকারীচক্রের এক সদস্যকে সেই সাথে উদ্ধার করা হয় লোহার রড, কস্টেপ পেচানো লাঠি। গ্রেফতারকৃতকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অপর আসামীদেরকে ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।