ঢাকা-না.গঞ্জ পুরাতন সড়কে চরম ভোগান্তি
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার
# যানজট নিরসনে ট্রাফিক পুলিশ-কমিউনিটি পুলিশে কাজ হচ্ছেনা
ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি একটি ব্যস্ততম সড়ক এই সড়কটি দিয়ে প্রায় প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি গাড়ি চলাচল করে। ঢাকা থেকে পঞ্চবটি হয়ে মুন্সিগঞ্জ জেলায় যেতে এই রাস্তাটি ব্যবহার করে থাকে। বিশেষ করে পঞ্চবটি বিসিক এলাকায় অনেক গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে। আর এই সকল গার্মেন্টস ফেক্টরীর শ্রমিকরা ফতুল্লার এই সড়কটি দিয়ে আসা-যাওয়া করে থাকে। তবে প্রায় সময় দেখা যায় এই সড়টি দিয়ে চলাচলকারীদের জ্যামের মধ্যে পড়তে হয়।
অনেক অনেক সময় দেখা যায় পোস্ট অফিস থেকে পঞ্চবটি পর্যন্ত লেগে যায় ঘন্টার পর ঘন্টা। অনেকটা মানুষ বাধ্য হয়ে এই সড়কটি দিয়ে চলাচলকরে থাকে। প্রথমত, এই পুরাতন সড়কটি পোষ্ট অফিস আসার পর পরই জ্যামের সূত্রপাত শুরু হয় আর আর এই জ্যাম একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত ঠেকে। শুধু তাই নয় রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। আর তার সাথেই রয়েছে হাট ও বাজার। এজন্যই এই সড়কটি দিয়ে চলাচলে প্রতিনিয়তই মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।
বিভিন্ন সময় দেখা গেছে এই যানজট নিরসনে ফতুল্লা থানা পুলিশ রাস্তায় নেমেও যানজট নিরসনের কাজ করছে তার পরও কোন ভাবে কমানো সম্ভব হচ্ছেনা। ইতিমধ্যে রমজান মাসও চলে এসেছে। আর এই রমজান মাসে রোজার মধ্যেও এই সড়কটিতে রাস্তার এই পাশ খনন করে মোটা পাইপ বসানো হচ্ছে এতে করে দেখা গেছে রাস্তার প্রায় অর্ধেকটাই বন্ধ হয়ে গেছে আর এই রাস্তা বন্ধ হওয়ার কারণে রমজানেও পড়তে হয়েছে চলাচলকারীকে ব্যাপক ভোগান্তিতে। শুধু তাই নয় রাস্তায় চলাচলকারী অবৈধ অটো মিশুক গুলো যে যার মতো উল্টো পথে গাড়ি থামিয়ে রাখে।
এ বিষয়ে সেই রাস্তা দিয়ে চলাচলকারীকে আবুল হাসেম মিয়া জানান, প্রতিনিয়তই এই ফতুল্লার রাস্তা দিয়ে আমার যেতে হয়। এমন কোন দিন নাই যে এই রাস্তাটিতে জ্যামের মধ্যে পড়তে হয়নি। বিশেষ করে এই সড়কটির দুই পাশে রাস্তা দখল করে অনেক দোকানপাট গড়ে উঠেছে আর যার কারণে এই ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি সব সময়ই জ্যামের সৃষ্টি হয় আর আমরা এইটার কারনে চরম ভোগান্তিতে পড়ছি। তবে আমি মনে করি এই সড়কটির নিয়ন্ত্রনে যারা বয়েছে কতৃপক্ষের দায়িত্ব যারা রয়েছেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি তারা সকলে যদি চান তাহতে যে সকল অবৈধ দোকানপাট রয়েছে সেগুলো যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে কিছুটা হলেও এই সড়কটির যানজট অনেকটাই কমে আসবে।
এস.এ/জেসি