রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

“আমরা নারায়ণগঞ্জবাসী”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার


প্রতি বৎসরের ন্যায় এবারো “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সুগন্ধা+ রেস্তোরায় গতকাল বুধবার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ্, ইয়াদ পত্রিকার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

 

 

সভাপতি তার বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান এবং রমজান মাসে সকলকে সংযমী হওয়ার আহ্বান জানান এবং আগামী দিনের জনহিতকর সকল কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তাগণ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি বিনীত অনুরোধ জানান।

 

 

পাশাপাশি গ্যাস সমস্যা, পানি সমস্যা ও বিদ্যুৎ সমস্যা সমাধানকল্পে আগামী দিনের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার প্রতি অনুরোধ জানান। উপস্থিত নেতাকর্মীবৃন্দ যেকোন নাগরিক ও সামাজিক সমস্যা সমাধানের আহ্বানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন।অবশেষে মহান আল্লাহর দরবারে দোয়া পরিচালনা করেন আলেম সমাজের শিরোমনী ডি.আই.টি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। দোয়ার পূর্বে তিনি উপস্থিত সকলকে নাগরিক সমস্যার সমাধান ও মানবকল্যাণে এগিয়ে আসার জন্য উদ্দাত্ত আহ্বান জানান।

 

 

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, আলহাজ্বা রোকসানা খবির, কুতুব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, হাজী মোঃ কামাল হোসেন দেওয়ান, মোঃ রফিকুল ইসলাম, এ কে আজাদ, আবুল সরদার, আব্দুল হাই, হাজী মোঃ মনির হোসেন, শফিকুল ইসলাম খান, তাহের উদ্দিন সানি। 

 

 

আইন বিষয়ক সম্পাদক এড. নবী হোসেন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার ভুট্টু, আনোয়ার হোসেন দেওয়ান, মোঃ হোসেন কাজল, হাজী রমজানুর রশিদ, হাজী আব্দুর রহমান লিটন, পপি রানী সরকার, এড. বি.এম হোসেন, সাইদুল ইসলাম শাকিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন জুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শরাফত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন দেওয়ান, মোঃ মোস্তাফিজুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু। 

 

 

তোফাজ্জল হোসেন, হাজী এস এম শাহ আলম সিকদার, ওয়াহিদ সাদাত বাবু, হাজী আব্দুল হাই, দুলাল মল্লিক, জহিরুল ইসলাম মিন্টু, হাজী মোঃ আলমগীর হোসেন, অনুপম সরকার, অপূর্ব, রাজীউদ্দিন, কামরুজ্জামান বাবু, নূর হোসেন, মোঃ হাবীবুর রহমান, হালিমা আক্তার বিথী, মোঃ হুমায়ূন, হাজী দেলোয়ার হোসেন, সুলতান, লিটন, রাসেল, শুক্কুর, মোস্তাফিজুর রহমান শিপলু, মোঃ ইয়াকুব, খ ম সুলতান, সাইফুল ইসলাম, উত্তম কুমার পান্ডু, হেলিম সরদার, আল আমিন সহ আরো শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এন.হুসেইন/জেসি