রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুষ্ক মৌসুমেও পানির নিচে এনায়েতনগরের তিন ওয়ার্ড

সাইমুন ইসলাম

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার

 

 

# দ্রুত এই সমস্যার সমাধান চায় এলাকাবাসী

 

 

সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের বেশ কয়েকটি স্থানে রাস্তা পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। কোনো বৃষ্টিপাত ছাড়াই এমন রৌদ্রজ্জল শুষ্ক সময়ে রাস্তাঘাটের এমন ভঙ্গুর দৃশ্যে বিস্ময় প্রকাশ করে বর্ষায় এ জনপদের অবস্থা কেমন হবে সেসব ভেবে উৎকন্ঠায় দিন পার করছে এ ওয়ার্ডগুলোর বাসিন্দারা।

 

গতকাল সমস্যাগ্রস্থ ওয়ার্ডগুলো পরিদর্শনে যায় প্রতিবেদক। তখন দৃষ্টিগোচর হয় এনায়তনগরের ১ নং ওয়ার্ডস্থ  হরিহর পারা শান্তিনগর এলাকার শামসুল হক সড়ক ও আমতলার আজমতপুর সড়কের একাধিক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দেখে মনে হবে যেনো ভরা বর্ষাকাল চলছে। কিন্তু আকাশে মেঘের ছিটেফোটা ও নেই। তীব্র রোদের তাপদাহ বিরাজ করছে শহরে। এমন শুষ্ক মৌসুমে এমন জলাবদ্ধতার কারনে তীব্র ভোগান্তিতে এ জনপদের মানুষ।

 

শুধু যে জলাবদ্ধতা তা নয়। এ সড়ক জুড়ে দৃশ্যমান হয়েছে রাস্তার বেহাল দশা। একাধিক স্থানে বড় বড় গর্ত ও সড়কের জরাজীর্ন অবস্থা প্রত্যক্ষ করা গেছে। ফলে জলাবদ্ধতা এবং সড়কের বেহাল দশায় একেবারে নাজুক অবস্থা এ সড়ক দিয়ে চলাচল করা চালক এবং যাত্রীদের। শুধু ১ নং ওয়ার্ডই নয়। ৩ ও ৪ নং ওয়ার্ডের মাঝে অবস্থিত আজমেরি জামে মসজিদ সংলগ্ন আজমতপুর রোডে ব্যাপক জলাবদ্ধতা দেখা গেছে।

 

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের কাছে প্রতিবেদক জানতে চাইলে তারা বলেন,প্রায় ২ সপ্তাহ হতে চললো এই রাস্তার এমন বেহাল দশা। এর অনেক আগে থেকেই শান্তিনগর ও আমতলা রাস্তার এমন অবস্থা বলে জানান তিনি। তারা আরো বলেন, এ ব্যাপারে কয়েক দফায় সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারদের সমাধানের জন্য আহব্বান করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

 

এ ব্যাপারে এনায়েতনগর ১ নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, শাসনগাওঁ রোলিং মিলের কাছে একটি ড্রেন ভেঙ্গে গিয়েছে। এজন্য কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ এ ড্রেনের টেন্ডার সম্পন্ন হয়েছে । ড্রেনের কাজ শেষ হলেই সমস্যা কেটে যাবে।

 

এ ব্যাপারে ৩ নং ওয়ার্ডের মেম্বার আ. জলিল ও একই সুরে বলেন, শাসনগাওঁ ড্রেন ভেঙ্গে যাওয়ার কারনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ড্রেন মেরামত হয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এলাকাবাসীর দাবী কালক্ষেপণ না করে দ্রুত  সমস্যার সমাধান করে এলাকাবাসীকে এমন ভোগান্তি থেকে মুক্ত করা হোক।

এস.এ/জেসি