পরিছন্নতা কর্মীদের আলোচনা সভা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৪ টায় সরকারি গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য্ রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম।
জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, হরিজণ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্মল চন্দ্র দাস, ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল, ওয়ার্কার্স ইউনিয়নের নেতা শরীফ ও বিপ্লব দাস প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পরিছন্ন কর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে।
সিটি করপোরেশন এলাকা পরিস্কার পরিছন্ন রাখে অথচ তাঁদেরকে নাম মাত্র মজুরি দেয়া হয়। পরিছন্নতা কর্মীদের কে খুব ছোট করে দেখা হয়। সবাই অসম্মানজনক আচরণ করে এটা ঠিক নয়। পরিছন্ন কর্মীরাও মানুষ। তাঁদেরকে অন্যান্য মানুষের মতো মর্যাদা ও সম্মান দিতে হবে। রাষ্ট্রীয় আইন অনুসারে পরিছন্ন কর্মীদের সকল অধিকার বাস্তবায়ন করতে হবে।
পরিছন্ন কর্মীদের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মজুরি বৃদ্ধি দাবি আদায় করা হয়েছে। আবাসন ব্যবস্থা সহ অন্যান্য সকল দাবিদাওয়া ও আইনি অধিকার প্রতিষ্ঠায় সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে চলমান আন্দোলন ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নেয়ার জন্য নেতৃবৃন্দ সকল পরিছন্নতা কর্মীদের প্রতি আহবান জানান। এন.হুসেইন/জেসি