রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে ভিড় নেই হর্কাস মার্কেটে

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার


সাধারণত ঈদের মৌসুমে ছোট বড় সব মার্কেটেই ক্রেতাদের ভিড় বাড়তি থাকে। নারায়ণগঞ্জ শিল্প নগরী হওয়ার কারণে এখানের মার্কেট গুলোতে রোজার আগে থেকেই পাইকারি ও খুচরা বেচা কেনা শুরু হয়ে যায়। আর তাই ব্যবসাযীরা খুব আসা নিয়েই দোকান গুলোতে নানা ধরনের বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেন।

 

 

তবে ঈদ উপলক্ষে এবছর ভির নেই নারাযণগঞ্জ হর্কাস মার্কেটে। প্রতিবছর নানা শ্রেণিপেশার মানুষের ভির থাকলেও এবছর এই মার্কেটের ব্যবসা এখোনো তেমন জমে ওঠেনি । একদম ভিন্ন এক চরিত্র দেখা গেলো এই মার্কেটের। প্রতি বছর পাইকারি ও খুচরা ব্যবসায় ঈদের আগেই জমজমাট থাকে এই মার্কেটটি তবে এ বছর ঈদ কাছাকাছি আসা সত্ত্বেও ব্যবসায়ীরা ঈদের ব্যবসা নিয়ে খুশি নন।

 


ব্যবসায়ীদের দাবী এবছর নারায়ণগঞ্জের ফুটপাত গুলোতে হকাররা ব্যবসা কম দামে পোশাক বিক্রি করতে পারায় আর হকার্স মার্কেটের দিকে কেউ আসছে না। প্রতি বছর ঈদের সময় নারায়ণগঞ্জে ফুটপাতে হকাররা তেমন ভাবে দোকান বসাতে পারেন না। পুলিশ প্রশাসন দোকান বসাতে না দিলেও এবছর ফুটপাতের দোকান বসাতে পাড়ায় হর্কাস মার্কেটে ঈদ বাজারের অবস্থা একদমই খারাপ।

 


মার্কের আল মদিনা নামের দোকানের একজন কর্মচারি যুগের চিন্তাকে বলেন, ঈদের বাজার অনুযায়ী এবার আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। গত বছর ফুটপাতে দোকান বসাতে দেয়নি তবে এবছর ফুটপাতের দোকান বসাতে দেওয়ায় আমাদের মার্কেটের মানুষের সমাগম একটু কম। প্রথম দিকে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ ছিল ঈদ কাছাকাছি আসায় এখন মোটামোটি কোনো রকম চলে। হয়তো চাদঁরাতের দু একদিন আগে আমাদের বেচাকেনা ভালো হতেও পারে।

 


একই দোকনের আর একজন কর্মচারী বলেন, কালিবাজার থেকে শুরু করে চাষাড়া মোড় পর্যন্ত  ফুটপাতের দোকানের কারণে মানুষ হাটতে পারেন না। এসব দোকানের কারণে আমাদের মার্কেট পযন্ত ক্রেতারা আসে না। এন.হুসেইন/জেসি