রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যানিকেতনে ঈদ সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:১৭ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার


নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন যে কোন মানবিক কাজ করা মানে সৃষ্টি কর্তার সান্নিধ্য পাওয়া। তিনি বলেন পবিত্র মাহে রমজান আমাদের ভোগ ও বিলাসিতা বর্জন করার শিক্ষা দেয়। আমরা সকলে মিলে ঈদ উদযাপন করতে চাই।

 

 

তিনি বলেন, বিদ্যানিকেতন হাই স্কুলের ম্যানেজিং কমিটি আজকে ঈদ যাতে সকলে আনন্দ করে উপভোগ করতে পারে সেজন্য ঈদ সামগ্রী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে উদাহরণ সৃষ্টি করেছে তা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন বিদ্যানিকেতন হাই স্কুল  শিক্ষা প্রসারের পাশাপাশি মানবিক কাজ করে অনুকরনীয় দৃষ্টান্ত স্হাপন করেছে।

 

 

তিনি ধনী ও বিত্তবান  ব্যাক্তিদের নিম্ন আয়ের মানুষের মধ্যে সেবা ও সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানান। জেলা প্রশাসক বুধবার সকালে বিদ্যানিকেতন হাই স্কুলের পাচশ শিক্ষার্থীদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

 

 

বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফজাল হোসেন পন্টি প্রমুখ। এন.হুসেইন/জেসি