রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদকে কেন্দ্র করে ফের বেড়েছে চিনির দাম

নুরুন নাহার নিরু

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার



 রমজান মাসের অন্যান্য পণ্যের মধ্যে চিনির চাহিদাও বেশ ভালো। রমজান শুরু হওয়ার আগে থেকেই বাড়তি দামে বিক্রি হয়েছে এটি। তাছাড়া সরকার কম দামে টিসিবির পণ্যে চিনির বিক্রিও করেছেন। তাতেও রোজার মধ্যে কমেনি চিনির দাম। গতকাল দিগুবাবুর বাজার ঘুরে দেখা যায়, আগের চেয়ে আবার ও বেড়েছে চিনির দাম।

 

জানা যায়, রমজান মাসকে কেন্দ্র করে সরকার চিনির দাম নির্ধারিত করে দিয়েছেন। তারপরও বাজারে কোনো সুফল নেই। উল্টো ঈদের আগে আরেক দফা বেড়েছে চিনির দাম। ভোক্তাদের এখন  ১২৫ থেকে ১৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। যা আগে ছিল ১১০ টাকা দরে।

 


 এ বিষয়ে কয়েকজন চিনি ব্যবসায়ীদের সাথে কথা বললে তিনি বলেন, রমজান মাস এবং ঈদে দুটোটেই চিনির চাহিদা বেশি। এই কারনে দাম বেড়ে গেছে। এছাড়া বাজারে চিনির বস্তা প্রতিও দাম বেড়েছে। যার প্রভাব পরেছে খুচরা বাজারে। কেজি প্রতি প্রায় ১৫ টাকারও বেশি বাড়তি পরেছে।

 


অপর ব্যাক্তি বলেন, কয়েকমাস ধরেই চিনির দাম উঠানামা করছে। এই বাড়ছে তো আবার এই কমে যাচ্ছে। এখন ঈদের আগে পাইকারি দামটা একটু বেড়েছে। এন.হুসেইন/জেসি