রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ কামাল মৃধা আর নেই

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:০০ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

 

নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতা কামাল মৃধা আর নেই। আজ ২৫ এপ্রিল সন্ধ্যায় তিনি ঢাকার গ্রীন লাইফ হাসপাতালের আই সি ইউতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৪ বছর। মৃত্যুর সময় তিনি তিন মেয়ে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। আজ মঙ্গলবার দিবাগত রাত দশটায় জানাজা নগরীর ডিআইটি মসজিদের সামনে অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে তার লাশ নগরীর দুই নং রেলগেটে জেলা আওয়ামীলীগ অফিসে রাখা হবে। নারায়ণগঞ্জে স্বল্প ব্যয়ে আধুনিক বাস সার্ভিস চালুর চেষ্টা করে তিনি ব্যাপক আলোচিত হন।

 

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আদিনাথ বসু জানান, তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। কামাল মৃধা ৭ জানুয়ারী ১৯৬১ সালে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৭৮ সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের (আরজু-জাহাঙ্গীর পরিষদ) সাহিত্য সম্পাদক ছিলেন। ১৯৮০ সালে তিনি শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৫ সালে তিনি শহর যুবলীগের সভাপতি নির্বাচিত হন। এর পরে তিনি জেলা আওয়ামীলীগের (নাজমা রহমান-শামীম ওসমান) প্রচার সম্পাদক নির্বাচিত হন।

 

মৃত্যুর কিছুদিন আগে তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় একটি কমিটির উপ-সম্পাদক ছিলেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আলোচিত নেতা ছিলেন কামাল মৃধা। তার গায়ে হলুদের অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন। তিনি নারায়ণগঞ্জে বেশ কয়েকবার আধুনিক বাস নামানোর চেষ্টা করেও পরিবহন মাফিয়াদের বিরোধীতার কারনে ব্যার্থ হন। তার উদ্যোগে নারায়ণগঞ্জে বিআরটিসি দোতলা বাস চালু হয়। কম ভাড়া ও দ্রুত যাতায়াতের কারনে যেটি বেশ জনপ্রিয় হয়।

এস.এ/জেসি