রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে না’গঞ্জে শ্রমিক সমাবেশ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার


শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সম্মুখে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, জেলার সভাপতি আব্দুল সবুর, গণসংহতির নেতা কাউসার হামিদ, জেলার অন্যান্ন নেতৃবৃন্দ শাহানাজ, বিনা, কেয়া,সুবর্না প্রমুখ।  

 

 

সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানার অবহেলার কারণে ১১৩৪ শ্রমিক মৃত্যু বরণ করেন এবং প্রায় ২৫০০ শ্রমিকের উপরে পঙ্গুত্ব বরণ করে।এই শ্রমিক গুলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ৪ তলার ফাউন্ডেশন দিয়ে ৭ তলা বিল্ডিং করানোর ফলে ভূমিকম্পে ভবন কয়েকমাস আগেই পরিত্যক্ত ঘোষণা করায় শ্রমিকরা এ দিন কাজে যেতে চায়নি।

 

 

কিন্তু মালিক পক্ষ, কারখানার দালাল চক্র এবং প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের কে ভয় ভীতি প্রদর্শন এবং মাইকিং করে, বেতন দিবে না বিভিন্ন রকম ভয়ের মধ্যে রেখে কাজে যেতে বাধ্য করে। অবশেষে ভবনটি ভেঙে যায়। মালিকের অতিরিক্ত মুনাফার বলি হলো হাজার হাজার শ্রমিক। এসব শ্রমিক কারও ভাই, বোন কারও মা-বাবা। এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ অর্থ দেওয়া হয়নি।

 

 

তাছাড়া বিদেশ থেকে পাঠানো অর্থও শ্রমিকদের দেওয়া হয়নি। আজও শ্রমিকের ঘরে হাহাকার লেগে আছে। সেখানে এমন অবস্থা হয়েছে যে মেয়ে সব শ্রমিকের নিয়োগ পত্র, আইডি কার্ড ছিলো না, তাদের লাশের সন্ধান পাওয়া যায়নি। তাদের আত্মীয় স্বজনদের হাতে ছবি গুলো নিয়ে কান্না করছে।

 

 

এখনও পর্যন্ত বিভিন্ন কারখানার মালিক, সরকারের কোনো সচেতনতা নিয়োগ পত্র, আইডি কার্ড বিতরণ শুরু করেছে না। কর্ম ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, তাজরীন ফ্যাশনের ঘটনা, সেজান জুস কারখানার ঘটনা, বর্তমান পর্যন্ত ঘটনার পরেও কেনো নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

 

 

শ্রমিকের ন্যূনতম মজুরী ২৪ হাজার টাকা নির্ধারণের দাবী সহ সোহেল রানা সহ যাদের কারণে শ্রমিকের মৃত্যু হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, নিয়োগ পত্রের অভাবে লাশ পাওয়া যাচ্ছে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে শ্রমিক জাগরণ মঞ্চ সারা দেশের শ্রমিকদের নিয়ে সারা দেশ অচল করে দিবে ২০০৩ সালে নারায়ণগঞ্জের প্রশাসনের যেই অবস্থা হয়েছিল ঠিক সেই সময় পুলিশ প্রশাসন মালিক পক্ষ পালিয়ে গিয়েছিল তেমনই হবে ঘটনা এই কথা বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।  এন.হুসেইন/জেসি