রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুসলিমনগর এতিমখানা মাঠে ঈদের নামাজ শামীম ওসমানের নিকট কৃতজ্ঞতা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার


ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দ ঘন পরিবেশে মধ্য দিয়ে মুসলিম নগর এতিমখানার মাঠে ঈদের নামাজ আদায় করলেন এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা। দীর্ঘ তিন বছর অনুমতি জটিলতার কারনে মুসলিম নগর এতিমখানার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে পারেনি এলাকার মানুষ, অবশেষে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের হস্তক্ষেপে দীর্ঘ তিন বছর পর এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করে সাংসদ একেএম শামীম ওসমান ও তার সহ- ধর্মিনী সালমা ওসমান লিপির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন মুসলিম নগর এলাকার মানুষ।

 

 

এ বিষয়ে মুসলিম নগরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জামাল উদ্দিন সবুজ বলেন, আমাদের বাবা,দাদাদের দান কৃত সম্পত্তিতে নির্মিত বায়তুল আমার শিশু পরিবার, ( মুসলিম নগর এতিমখানা) বিগত বছরগুলোতে এলাকার মানুষ আনন্দ উদ্দীপনার সাথে জামায়তের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতেন। গত তিন বছর যাবত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি না থাকায় এলাকার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করতে পারেনি, এবারও এলাকা বাসির পক্ষে অনুমতি আনতে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস না করে দেন, এমনকি তিনি আমাকে জেল খাটানো হুমকি দেন।

 

 

উপায় না দেখে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সহ-ধর্মিনী সালমা ওসমান লিপির নিকট ফোন করি, পরে মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান আমদের ঈদের নামাজ আদায় করার অনুমতি দেন, তিনি নিজে সরে জমিনে উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা সহ প্রতি বছর এলাকার মানুষ এখানে ঈদের নামায আদায় করতে পারে সে ঘোষনাও দিয়ে যান। এর জন্য আমরা মুসলিম নগর বাসি জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান ও তার সহ-ধর্মিনী সালমা ওসমান লিপির নিকট চির কৃতজ্ঞ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন মাদবর, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক এম এ মান্নান, আওয়ামী লীগ ফজলুল হক, হাজী মতিউর রহমান, মান্নান ভেন্ডার, হাজী আওলাদ হোসেন, মোখলেসুর রহমান প্রধান, এম এ মতিন। 

 

 

মো. ইব্রাহীম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মোশারফ হোসেন, এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রানা, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান টিটু সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এন.হুসেইন/জেসি