রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্যাসেফিক ফাস্ট ফুডকে জরিমানা

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার

 

প্যাসেফিক ফাস্টফুড নামে এক রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় রেস্তোরাঁর খাবারগুলোতে ও এর আশপাশে অসংখ্য তেলাপোকা চলাফেরা করতে দেখেন তারা। বিষয়টি দেখে ওই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

 

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, রোববার (৩০ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি মোবাইল টিম প্যাসেফিক ফাস্টফুডে অভিযান পরিচালনা করে। অভিযানে খাবারে প্রচুর পরিমাণে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। একারণে রেস্তোরাঁকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম, বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং ক্যাব প্রতিনিধিরা অংশ নেন।

এস.এ/জেসি