রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেড়েছে চিনি ও তেলের দাম

নুরুন নাহার নিরু

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:২৩ পিএম, ১২ মে ২০২৩ শুক্রবার


নতুন করে বাজারে আবার দাম বেড়েছে সয়াবিন তেল এবং চিনির। বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে গুনতে হবে ১৯৯ টাকা, যার আগের বিক্রি হতো ১৮৭ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার তেলের দাম বেড়ে ৯৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে বিক্রি হতো ৮৯০ টাকা দরে। খোলা সয়াবিন তেলের প্রতি লিটার বেড়েছে ৯ টাকা করে।

 

 

প্রতি লিটার খোলা সয়াবিন তেল এখন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। যার আগের দাম ছিলো  ১৪৭ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৩৫ টাকা দরে। অন্যদিকে গত সপ্তাহে খোলা চিনির দাম ছিলো ১২০ টাকা কেজি বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দওে এবং প্যাকেট চিনির দাম গত সপ্তাহে ছিলো ১৩০ টাকা কেজি বর্তমানে তা দাম বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা দরে। এ বিষয়ে নাছির নামে এক ক্রেতা বলেন, বর্তমান বাজাওে সবকিছুর দামই বেশি।

 

 

বাজারে আসি যা যা প্রয়োজন তা কিনার জন্য বাজেট নিয়ে কিন্তু জিনিসপত্রের এখস যে দাম প্রয়োজনের কম কিনে বাড়ি ফিরতে হচ্ছে। সুমন নামে এক পাইকারি দোকানদার যুগের চিন্তাকে বলেন, আন্তজাতির্ককভাবে চিনি দাম বাড়ায় আমাদের এখানেও বেড়েছে। এছাড়া আমাদের ডিলারের থেকে তেল আর মোকাম থেকে চিনি বাড়তি দামে কিনতে হচ্ছে বলে আমরাও বাড়তি দামে বিক্রি করছি। এন.হুসেইন/জেসি