চুনকা মিলনায়তনে অর্থ অপচয় করা হয়েছে : চন্দন শীল
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০১:২০ পিএম, ১৩ মে ২০২৩ শনিবার
জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, ‘আমি কবি-সাহিত্যিক নই, আমি বুদ্ধিজীবী নই, তবে আামি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক। আমি বিশ্বাস করি শেখ মুজিব মানেই বাংলাদেশ। সেই বিশ্বাস থেকে তার আদর্শকে ধারণ করার চেষ্টা করি। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করা হয়েছিলো।
বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের সংস্কৃতি ও সাহিত্যের উপর সবচেয়ে বেশি আঘাত এসেছে।’ বাংলাদেশ রাইটারর্স ক্লাব নারায়ণগঞ্জ এর আয়োজনে শুক্রবার (১২ মে) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী, লেখক মিলনমেলা ও পাঠ উম্মোচন’ অনুষ্ঠানে পাঠ উম্মোচক হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
চন্দন শীল বলেন, ‘এই মুহুর্তে নারায়ণগঞ্জে অনুষ্ঠান করার মতো এই শিল্পকলা একাডেমি ছাড়া আর কোন মিলনায়তন নাই। একটা আছে নগর মিলনায়তন (আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন)। কিন্তু এই শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনের দিন আমাদের লিয়াকত আলি ভাই যেটা বলেছিলেন, নগর মিলনায়তনের যে মঞ্চ আছে সেটা অনুষ্ঠান করার মতো না।
সেখানে অর্থ অপচয় করা হয়েছে। এটা আমাদের জন্য অতন্ত্য দুঃখের। প্রধানমন্ত্রী ঢেলে দিচ্ছেন নারায়ণগঞ্জে। কিন্তু যারা এগুলো সাজাচ্ছে তারা সঠিক কাজটা করছেন না।’
তিনি আরও বলেন, ‘টাউন হলটা দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। সেখানে যদি একটি ভালো মঞ্চ করা যায় তাহলে নারায়ণগঞ্জের সাহিত্যকর্মীরা সেখানে কাজ করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি জেলায় জেলায় শিল্পকলা একাডেমি ভবন তৈরি করে দিয়েছেন।’
সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি শফিকুল ইসলান আরজু। উদ্ভোধক ছিলেন ড. রুমন রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন সাফায়েত আলম সানি। এ সময় উদ্ভাসনের প্রযোজনায় জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা'র রচনা ‘স্বাধীন জাতির স্বাধীন পিতা’ একটি কাব্য নাটক পরিবেশন করা হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ'র আহবায়ক কাজী আনিসুল হকের সভাপতিত্বে ও কবি বাচিক শিল্পী মাকসুদা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যজন ফরিদ আহমদ দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মজিদ মাহমুদ, কবি মুজিবুল হক কবীর, কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইহসাক খান, প্রাবন্ধিক তারাপদ আচার্য্য, কবি শাহেদ কায়েস। এন.হুসেইন রনী/জেসি