উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় মোখা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৪ মে ২০২৩ রোববার
ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার শক্তি নিয়ে বাংলাদেশের কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রবর্তী অংশ।
# এই অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার এবং উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে আজ রোববার বিকালের মধ্যে সাগর থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসবে।
# কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।