রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নগরী জুড়ে তীব্র গ্যাস সংকট

নুরুন নাহার নিরু

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৪ মে ২০২৩ রোববার


গত একসপ্তাহ যাবৎ নগরীর কয়েকটি এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রাতের বেলা গ্যাস থাকলেও দিনের বেলায় একেবারেই চুলা জ্বলছে না। সকাল ৭টায় যায় আসে রাত ১০টার পর। দিনের বেলাতে এলেও মোমের আগুরের মতো জ্বলে। এতে রান্না করা যায় না।

 

শুধু এখন না পুরো রমজান মাস জুড়ে এমন সমস্যা ছিলো। গ্যাস না থাকায় অনেকে রাতে রান্না করে ফ্রিজে রেখে খাচ্ছে আবার অনেকে মাটির চুলায় রান্না করছে।

 


এ ব্যাপারে হাবিবা নামের এক ব্যাক্তি যুগের চিন্তাকে বলেন,  সারাদিনে একেবারেই চুলা জ¦লে না। রাত ১২টার পর গ্যাস থাকে আমি অসুস্থ মানুষ রাত জেগে কষ্টকরে রান্না করে রাখি। সেই খাবার ফ্রিজে রেখে দিয়ে পরের দিন এই ঠান্ডা খাবারটাই ছেলেমেয়েদের খাওয়াই। এতে ছেলে মেয়েদেরও ঠান্ডা-জ¦রের সমস্যা দেখা দিচ্ছে।

 


তার কথার সুর ধর অপর ব্যাক্তি আরিফা বেগম বলেন, গ্যাস না থাকায় সকাল বেলা আমার ছেলেমেয়ে না খেয়ে কাজে গিয়েছে। আবার দুপুরেরও বাড়িতে রান্না খেতে পারছেনা। বাহির থেকে কিনে খাচ্ছে। এমনিতেও শাকসবজি, চাল-ডাল, সব কিছুর দাম বেশি কিন্তু বেতন তো সীমিত। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে দাড়িয়েছে এখন।

 


এ ব্যপারে তিতাস গ্যাস প্রকৌশলী ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ যুগের চিন্তাকে জানান। গত কয়েকদিন ধরে গ্যাস সমস্যা করছে  কারন ঘূর্ণিঝড় মোখা প্রভাবে গ্যাসবাহী যে জাহাজ রয়েছে তা বন্ধ আছে। ঘূণিঝড়ের প্রভাব স্বাভাবিক হলেই আবার গ্রাস সরবরাহ ঠিক হয়ে যাবে। এন.হুসেইন রনী /জেসি