রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের বেড়েছে এলপি গ্যাসের দাম

শ্রাবণী আক্তার

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:২২ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার


নগরীতে এখন গ্যাস না থাকা নিত্য দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে নগরীর বেশ কিছু এলাকায় দিনের বেলা জ্বলছে না গ্যাসের চুলা। প্রেসার কমে যাওয়ায় কমে গেছে গ্যাস প্রবাহ। এতে আবাসিক এলাকা সহ নগরী জুড়ে চলছে গ্যাস সংকট। নগরীর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ভোরে উঠে রান্না করেন। কিন্তু ভোর থেকে গ্যাস না থাকায় তারা পড়েছেন সমস্যায়।
 

 


জানা গেছে, সকাল ৫ টা থেকে দুপুর পর্যন্ত একেবারেই গ্যাস থাকে না। দুপুরের পর গ্যাস আসলেও গ্যাসের চাপ খুব কম থাকে যা দিয়ে ভাত রান্না করতে গেলে তরকারি রান্না করা যায় না সন্ধ্যা হতে না হতেই আবার গ্যাস চলে যায়। খোঁজ নিয়ে জানা যায়, নগরীর খানপুর, ডনচেম্বার, কাশীপুর, দেওভোগ, নিতাইগঞ্জ সহ বিভিন্ন এলাকায় চলছে গ্যাসের সমস্যা।
 

 


খানপুর এলাকার বাসিন্দা মিনারা জানান, আমাদের আশে পাশের বাড়ি গুলোতে দুপুরে গ্যাস আসলেও আমাদের বাড়িতে একেবারেই গ্যাস আসে না। কিন্তু রান্না না করে না খেয়ে তো থাকা সম্ভব না। ভাড়া বাসায় মাটির চুলায়ও রান্না করা যায় না দেয়াল নষ্ট হয়ে যাবে বলে।

 

 

যার কারণে বিকল্প উপায় হিসেবে ব্যবহার করতে হয়েছে এলপি গ্যাস সাথে কিনতে হয়েছে নতুন চুলা। বর্তমানে সবকিছুর দাম বাড়তি কিন্তু আমাদের আয় বাড়ছে না এর উপরে বেড়েছে অতিরিক্ত খরচ। তার মধ্যে কিছু দিন আগে সিলেন্ডারের দাম কমলেও আবার বেড়েছে সিলেন্ডারে দাম।
 

 


নিতাইগঞ্জের বাসিন্দা আকলিমা জানান, আমি পোশাক কারখানায় কাজ করি সকাল ৮টার আগে সকাল ও দুপুরের খাবার রান্না করে রেখে যেতে হয় আবার রাতে এসে রাতের খাবার রান্না করি। কিন্তু কিছুদিন ধরে সকাল ৫টায় উঠলে দেখি গ্যাস নেই। আমার যেভাবেই হোক সকালে রান্না করতে হয় সারাদিন কাজে থাকি তাই। এজন্য এখন কোনো উপায় না পেয়ে এলপি গ্যাস ব্যবহার করছি। তিনিও জানান, আমাদের এই সমস্যার সময় গ্যাসের দাম আগে থেকে বেড়েছে।
 

 


এ ব্যাপারে সিলেন্ডার ব্যবসায়ী আল-আমীনের সাথে কথা বললে তিনি জানান, গত ২ মে এলপিজি গ্যাসের প্রতি সিলেন্ডারে বেড়েছে ৫৭ টাকা। কারণ জানতে চাইলে তিনি বলেন দাম বাড়ার বিভিন্ন কারণ আছে। এখন ঘূর্ণিঝড় মোখার কারণে কোম্পানী নানা অজুহাত দেয় বলে আমাদের জাহাজ আটকে আছে আবার পরিবহন খরচ বেশি তাই দাম বেড়েছে।

 

 

তিনি জানান, কিছুদিন আগে ১২ কেজি গ্যাসের দাম ছিলো ১২৩৫ টাকা। ৫৭ টাকা বাড়ায় এখন ১৩০০ টাকায় বিক্রি করছি। আর সিলেন্ডার একেক কোম্পানীরটা একেক রকম দাম।
 

 


সিলিন্ডার ব্যাবসায়ী বকুলের সাথে কথা বললে তিনি বলেন, এলপি গ্যাসের দাম মাঝখানে কমলেও এখন আবার বেড়েছে। তিনি জানান, আগে ১২ কেজি গ্যাসের দাম ছিলো ১২৩৫ টাকা। বর্তমানে ১২ কেজি গ্যাসের দাম ১৩০০ টাকা লোহার সিলেন্ডারসহ ২৩০০ টাকা এবং ফাইবারের সিলেন্ডার সহ ২৯০০ টাকা। তিনি বলেন, আমাদের তো কিছু করার নেই কোম্পানী দাম বাড়াইলে আমাদের তো সেই দামেই বিক্রি করতে হবে। এন.হুসেইন রনী /জেসি