শামীম মেম্বারের অফিসের সামনেই ডুবে থাকে রাস্তা
যুগের চিন্তা রিপোর্ট
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৯ মে ২০২৩ শুক্রবার
#এলাকাবাসীর দাবি শামীম মেম্বারে বেখেয়ালীপনায় জনগণের ভোগান্তি
কাশীপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের উত্তর নরসিংপুর বক্তবলী রোডের জমে থাকা পানিতে নিয়মিতই ভাসছে সেই রোডের পথচারীরা। প্রায় ৫ বছর যাবৎ এই রোডে বৃষ্টি আসলেই ১৫/২০ দিন যাবৎ পানিতে ডুবে থাকে রোডটি। এই রোড দিয়ে নিয়মিত হাজারো যানবাহন ও সাধারন মানুষ চলাচল করে থাকে। কিন্তু এই জমে থাকার পানির জন্যই ভোগান্তিতে পরতে হচ্ছে তাদের।
জানা গেছে, রাস্তা অনেকটাই ভাঙ্গা চুড়া হওয়ার কারণে আশেপাশের দোকানের ব্যাবহৃত পানি রাস্তায় ফেললে তা ও জমে থাকে। ভোক্তভোগীদের দাবি, কাশীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার শামীম এই রোড দিয়েই তার কার্যলায়ে যেতে হয় যার কারণে বিকল্প রোড ব্যবহার না করে। সে এই রোড দিয়েই চলাচল করে থাকে। কিন্তু তিনি দেখে ও তা না দেখার মতোই চলে যায়।
আর সকলেই জানতে পেয়েছিল এই রোডের পুরোটারই সাইডে ড্রেন হবে বলে ট্যান্ডার হয়েছিল। কিন্তু নরসিংপুর স্কুল পর্যন্ত ড্রেনের কাজ হয়ে সেটা আর সামনে দিকে এগিয়ে আসেনি। আর এই রোডের পানির জমাট নিয়ে এলাকাবাসী ও পথচারীরা জনপ্রতিনিধিরই দোষ দিয়ে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়লার পানি দিয়ে রাস্তা ডুবে রয়েছে।
আশেপাশের বাড়ির ও দোকানগুলোর লোকেরা নিয়মিত জমাট থাকার পানির কারণে ভোগান্তিতে পড়েছেন। এই রোড দিয়ে জানা গেল, নিয়মিত শত শত গাড়ি ও হাজারো লোক চলাচল করে থাকে আর এই জমাট পানির কারণে তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। সকলেই বিপদে পরে পানি পাড়িয়ে রাস্তা পারাপার করছে। এই ময়রা পানিগুলোর কারণে অনেকেই নামাজসহ নানা কর্মকান্ডে সমস্যার সম্মূখিন হতে হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসীরা জানান, কয়েক বছর যাবৎ এই রোডে জমাট থাকা পানি দেখা যায়নি এমন দিন অনেক কম। আর বৃষ্টি আসলেতো এই রোড পুরো বেহাল দশায় পরিনত হয়ে যায় পানি জমে যায় হাঁটু পর্যন্ত। আর এই রোড নিয়ে পথচারীরা পুরো ভোগান্তিতে রয়েছে। আর বর্তমানে আমাদের যে মেম্বার তিনি নিয়মিত এই রোড দিয়েই চলাচল করে থাকে সামনে তার অফিস কিন্তু সে এই বেহাল দশা দেখে ও না দেখার ভান ধরে চলে যায়।
আমরা জানতে পেয়েছিলাম আমাদের এই রোডের কাজের ট্যান্ডার হয়েছে। পুরো রাস্তা আরো উচুঁ হবে ও ড্রেন হবে পুরো ঘাট পর্যন্ত কিন্ত কাজ চলতে চলতে এসে নরসিংপুর স্কুলের সামনে এসে থেমে যায়। কিন্তু এখানো এই রোডের সংস্কারের কাজে হাত দিচ্ছেন না কেন মেম্বার শাশীম এটা তিনি ভালো জানে।
এ বিষয়ে আরেকজন ভুক্তভোগী জানান, আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের আমলে অনেক রোডের সংস্কারের কাজ হয়েছে। আর বর্তমানে দফায় দফায় রোডসহ নানা উন্নয়নের কাজ অবহৃত রয়েছে। কিন্তু আমাদের ওয়ার্ডের ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাহলে তাদের ক্ষমতায় কেন সে এই রোডের সংস্কারের কাজ করতে পারছে না এটা তার ব্যর্থতা।
এছাড়াও মোম্বারের নিজস্ব মার্কেট, অফিস এই রোডেই পরেছে। আর এই রোড তারাও ব্যবহার করে থাকে কিন্তু উন্ন্য়নের বেলায় উধাও হয়ে যায় এই মেম্বার। আমরা মেম্বারের প্রতি আকুল আবেদন জানাই তিনি যেন এই রোডের বিষয়ে কার সাথে কি কথা বলতে হবে বলে, দ্রুত একটি পদক্ষেপ নেয়।
এ বিষয়ে ৩নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব শামীম আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, যখন আমরা রোডের কাজ করেছিলাম তখন কতটুকু জায়গায় ঢালাই বেশি না পরায় নিচু হয়ে গিয়েছে। যার কারণে প্রায় সময় এই রোডে এমন পানি জমাট বেধে থাকে। আর আমরা নরসিংপুর স্কুলের সামনে পর্যন্ত পুরো রাস্তা উঁচু করে ড্রেনের কাজ করেছি।
আর তারপরে এই রোড সংস্কারের কাজ আর করা হয়নি। আর আমি কিছুদিন আগে শুনতে পেলাম এই রোডের কাজের জন্য নাকি টেন্ডার পাশ হয়েছে। তাই আশা করছি, অতি শীঘ্রই সংস্কারের কাজ শুরু করতে পারব। এন. হুসেইন রনী / জেসি