বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যানিকেতনে রবীন্দ্র নজরুল সুকান্ত জন্ম জয়ন্তী উৎসব উদযাপন

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার



বাংলা সাহিত্যের তিন দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যানিকেতন হাই স্কুলে আলোচনা সভা আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।

 

 

বৃহস্পতিবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, কবি মুজিবুল হক কবীর, এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম। অনুষ্ঠানে বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা রবীন্দ্র, নজরুল ও সুকান্তের গান, কবিতা, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন।  এন. হুসেইন রনী /জেসি