শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

নাসিক কাউন্সিলর নুর উদ্দিনের মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া, সাবেক কাউন্সিলর এবং সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত জনপ্রিয় সফল চেয়ারম্যান নুর হোসেন ও বাংলাদেশ আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন, শিমরাইল শাখার সভাপতি নুরুজ্জামান জজ মিয়ার মাতা এবং নাসিক তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহজালাল বাদলের দাদী মরহুমা আলিমুন নেছার  জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (২৪ মে) সকাল ১১ ঘটিকায় নাসিক তিন নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর বটতলা মোড়ে এ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মরহুমার জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ নানা শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। 

 

 

এসময় নাসিক চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নূর উদ্দিন মিয়া তাঁর মায়ের জানাজায় অংশগ্রহণকারী সকলের কাছে মায়ের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। এসময় জানাজায় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীরীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, সাবেক সিদ্ধিরগঞ্জ পৌর প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান। 

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, নাসিকের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহজালাল বাদল, এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: মনির হোসেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি মো: দেলোয়ার হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

 

 

পরে সিদ্ধিরগঞ্জ পুলস্থ মিজমিজি কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। এরআগে গত মঙ্গলবার (২৩ মে) বিকেল ৫ টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। আলীমুন নেছার মৃত্যুতে শিমরাইল টেকপাড়াসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।  এন. হুসেইন রনী  /জেসি